ঢাকা রোববার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

নেসকোর নির্বাহী প্রকৌশলী ও মিটার রিডারের অপসারণের দাবিতে গণ অনশন

নেসকোর নির্বাহী প্রকৌশলী ও মিটার রিডারের অপসারণের দাবিতে গণ অনশন

পাবনার ঈশ্বরদীতে নেসকোর প্রি-পেইড মিটার বাতিল, মামলা প্রত্যাহার, নেসকোর নির্বাহী প্রকৌশলী আব্দুন নুরের এবং মিটার রিডার নজরুলকে অপসরণের দাবিতে ঈশ্বরদীতে চলমান আন্দোলন সংগ্রামের অংশ হিসেবে গণ অনশন কর্মসূচি পালন করা হয়েছে।

রোববার (১৬ নভেম্বর) সকাল ১১ টা থেকে বিকেল ৩টা পর্যন্ত পৌর শহরের রেলগেটে অবস্থিত আলহাজ্ব খায়রুজ্জামান বাবু বাস টার্মিনালের কেন্দ্রীয় শহীদ মিনারে এই গণ অনশন কর্মসূচি পালন করা হয়।

এতে একাত্মতা ঘোষণা করে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক এবং ঈশ্বরদী-আটঘরিয়া (পাবনা-৪) আসনের বিএনপি মনোনীত ধানের শীষের এমপি প্রার্থী হাবিবুর রহমান হাবিব।

এছাড়াও গণ অনশন কর্মসূচিতে অংশগ্রহণ করেন নেসকোর বিদ্যুৎ গ্রাহক সহ সর্বস্তরের জনগণ।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সমাজসেবক ও বিশিষ্ট কলামিষ্ট সারোয়ারুজ্জামান মনা বিশ্বাস, ঈশ্বরদী সম্মিলিত নাগরিক জোটের সমন্বয়ক মাহবুবুর রহমান পলাশ, ঈশ্বরদী নাগরিক ঐক্য জোটের সদস্য সচিব আশিকুর রহমান, ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি আজিজুর রহমান শাহীন, ঈশ্বরদী সরকারি কলেজের সাবেক ভিপি রেজাউল করিম শাহিন, ঈশ্বরদী শিল্প ও বণিক সমিতির সহ-সভাপতি আনোয়ার হোসেন জনি, পৌর যুবদলের আহ্বায়ক জাকির হোসেন জুয়েল, ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি রফিকুল ইসলাম নয়ন, ঈশ্বরদী সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক এস আলমগীর, ঈশ্বরদী সাহিত্য পরিষদের প্রকৌশলী আলমগীরুল ইসলাম নিউটন স্বরচিত কবিতা পাঠ করেন ও আরো বক্তব্য রাখেন সাংবাদিক রিফাজ বিশ্বাস লালন ও বিদ্যুৎ প্রমুখ।

পরে গণ অনশন কর্মসূচিতে আলহাজ্ব খায়রুজ্জামান বাবু বাস টার্মিনালের শহীদ মিনারে এসে গণ অনশন কর্মসূচিতে ঈশ্বরদী সম্মিলিত নাগরিক জোটের সমন্বয়ক মাহবুবুর রহমান পলাশকে ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তার পক্ষে ফলের জুস খাইয়ে অনশন ভাঙলেন সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান।

উল্লেখ্য, গত (২৯ অক্টোবর ) ঈশ্বরদীতে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসির (নেসকো) গ্রাহকেরা প্রিপেইড মিটার স্থাপন কার্যক্রমের প্রতিবাদে সড়ক অবরোধ ও বিদ্যুৎ অফিস ঘেরাও করে। ঘেরাও কর্মসূচি শেষে নেসকো কর্তৃপক্ষ লিখিতভাবে অঙ্গীকার করে যে ঈশ্বরদীতে আর কোনো প্রিপেইড মিটার স্থাপন করা হবে না এবং ইতঃপূর্বে লাগানো সব মিটারও পাল্টে দেওয়া হবে। এর পরদিন (৩০ অক্টোবর) প্রকৌশলীকে হেনস্তা, নেসকো অফিস ভাঙচুর ও ক্ষতির অভিযোগে নেসকোর নির্বাহী প্রকৌশলী ঈশ্বরদী থানায় একটি মামলা করেন। এতে প্রধান আসামি করা হয়েছে প্রিপেইড মিটারবিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়কারী পাকশী রেলওয়ে কলেজের শিক্ষক অধ্যাপক আ ফ ম রাজিবুল আলমসহ অজ্ঞাতনামা আরও ২০০ জনকে। প্রিপেইড মিটার স্থাপন বন্ধ ও মামলার প্রতিবাদে ফুঁসে উঠে গ্রাহকরা। এরপর গত ২ নভেম্বর ঈশ্বরদীতে প্রিপেইড মিটার প্রতিস্থাপন বিরোধী আন্দোলনকারী ২০১ জন বিদ্যুৎ গ্রাহকের বিরুদ্ধে নেসকোর নির্বাহী প্রকৌশলীর মামলার প্রতিবাদে ও মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ ও সমাবেশ করেন বিক্ষুব্ধ বিদ্যুৎ গ্রাহকসহ বিভিন্ন পেশাজীবী ও স্থানীয় জনতা। এ সময় মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে নেসকোকে তিন দিনের আল্টিমেটাম দেওয়া হয়।

এরপর সোমবার (১০ নভেম্বর) সকালে বিভিন্ন দাবিতে চলমান আন্দোলন সংগ্রামের অংশ হিসেবে মৌন মিছিল করে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ‘ঈশ্বরদী সম্মিলিত নাগরিক জোটের’ ব্যানারে স্থানীয় বিদ্যুৎ গ্রাহকেরা জ্বালানি উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদানের জন্য উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুজ্জামানের হাতে স্মারকলিপি হস্তান্তর করা হয়। স্মরকলিপিতে ঈশ্বরদীতে নেসকো’র প্রিপেইড মিটার বন্ধ করা, ২০১ বিদ্যুৎ গ্রাহকে নামে মামলা প্রত্যাহার, নেসকো’র নির্বাহী প্রকৌশলী আব্দুন নুরের অপসারণসহ মিটার রিডার নজরুল ইসলামের শাস্তি দাবি চেয়েছেন।

এসব দাবি মানা না হলে পর্যায়ক্রমে আরও কঠিন কর্মসূচি ঘোষণার সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে জানান নেতৃবৃন্দ। সব কর্মসূচিই পালন করা হবে শান্তিপূর্ণভাবে। এরই চলমান আন্দোলনের অংশ হিসেবে আজকের এই গণ অনশন কর্মসূচি এবং সোমবার (১৭ নভেম্বর) সকাল ১০টায় ঈশ্বরদী সচেতন নগরবাসী ফোরামের আয়োজনে পৌর শহরের রেলগেট সংলগ্ন আলহাজ্ব খায়রুজ্জামান বাবু বাস স্ট্যান্ড থেকে গণমিছিলের আয়োজন করা হয়েছে।

নেসকো,নির্বাহী প্রকৌশলী,মিটার রিডার,গণ অনশন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত