ঢাকা সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

শরীয়তপুরে গ্রাম পুলিশের ৩ দিনব্যাপী প্রশিক্ষণ

শরীয়তপুরে গ্রাম পুলিশের ৩ দিনব্যাপী প্রশিক্ষণ

শরীয়তপুরের ৬৫টি ইউনিয়নের গ্রাম পুলিশ প্রতিনিধিদের নিয়ে তিন দিনব্যাপী দায়িত্ব ও কর্তব্য বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে।

মঙ্গলবার (১৮ নভেম্বর) জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি)-এর আয়োজনে ও জেলা প্রশাসন শরীয়তপুরের ব্যবস্থাপনায় প্রশিক্ষণের আয়োজন করা হয়।

এ দিন সকাল ১০টায় শরীয়তপুর পৌরসভা অডিটরিয়ামে প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা প্রশাসক তাহসিনা বেগম।

এ সময় উপস্থিত ছিলেন উপ-পরিচালক, স্থানীয় সরকার বিভাগ শরীয়তপুর মো. ওয়াহিদ হোসেন। এছাড়াও স্থানীয় সরকার বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত কর্মকর্তাগণ উপস্থিত থেকে প্রশিক্ষণ প্রদান করেন।

প্রশিক্ষণে গ্রাম পুলিশের দায়িত্ব-কর্তব্য, গ্রাম আদালত পরিচালনা, আইন-শৃঙ্খলা রক্ষা, বিপর্যয় মোকাবিলা, সামাজিক সমস্যা সমাধান, তথ্য ব্যবস্থাপনা এবং জনগণের সেবায় আচরণগত দক্ষতা বৃদ্ধি সম্পর্কিত বিভিন্ন সেশন অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক তাহসিনা বেগম বলেন, গ্রাম পুলিশ স্থানীয় পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষার গুরুত্বপূর্ণ সহযোগী বাহিনী। তাদের দক্ষতা, জ্ঞান ও সচেতনতা বাড়াতে নিয়মিত প্রশিক্ষণ অপরিহার্য। বর্তমান প্রযুক্তি ও প্রশাসনিক প্রক্রিয়া সম্পর্কে ধারণা দিয়ে গ্রাম পুলিশদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে কার্যকর ও শক্তিশালী করতে প্রশিক্ষণের কোনো বিকল্প নেই।

শরীয়তপুর,গ্রাম পুলিশ,প্রশিক্ষণ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত