ঢাকা সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

গুণগত শিক্ষায় পরিবার–শিক্ষকের সমন্বয় জরুরি: প্রফেসর সামছুল ইসলাম

গুণগত শিক্ষায় পরিবার–শিক্ষকের সমন্বয় জরুরি: প্রফেসর সামছুল ইসলাম

শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বয়ে আধুনিক প্রযুক্তিনির্ভর নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে বলে মন্তব্য করেছেন কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর সামছুল ইসলাম।

তিনি ঐতিহ্যবাহী নোয়াখালীর আহম্মদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ে “শিক্ষার গুণগত মানোন্নয়ন” শীর্ষক শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবক সমন্বয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাবের আহম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর রুনা নাছরীন, বিদ্যালয় পরিদর্শক আবু সালেহ মো. তারিক মাহমুদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হোমায়রা ইসলাম, জেলা শিক্ষা অফিসার নুর উদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর, অধ্যক্ষ মোয়াজ্জেম হুসাইন, উপজেলা শিক্ষা অফিসার শামীমা আক্তার, প্রধান শিক্ষক হারুনুর রশিদ আলমগীরসহ বর্তমান শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবক এবং সাবেক শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবকবৃন্দ।

প্রধান অতিথি আরও বলেন, এ প্রতিষ্ঠানে শিক্ষার্থী হিসেবে তার শৈশব ও কৈশোরের স্মৃতি তুলে ধরে তিনি তাঁর শিক্ষক-শিক্ষিকাদের স্মরণ করেন। শিক্ষার্থীদের বেশি বেশি পড়াশোনায় মনোযোগী হওয়ার আহ্বান জানান তিনি।

প্রফেসর সামছুল ইসলাম,সমন্বয় জরুরি,গুণগত শিক্ষা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত