
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও এজ গ্রুপ কমিটির চেয়ারম্যান আসিফ আকবর বলেছেন, আমরা ঢাকায় বসে যেটা দেখি বা শুনি সেটা আসলে বাংলাদেশ না। ঢাকায় যে ফ্যাসিলিটিসগুলো আছে, সেগুলো ঢাকার বাইরে নেই; ঢাকায়ই সব। কিন্তু আমাদের নতুন বোর্ডের চিফ আমিনুল ইসলাম বুলবুল ভাই তার প্রথম বক্তব্যে বলেছেন— ঢাকার বাইরে ক্রিকেটকে ছড়িয়ে দিতে চাই। ঢাকার বাইরে ক্রিকেট ছড়িয়ে দিতে চাইলে আমাদের জানতে হবে।
বৃহস্পতিবার সকালে ঠাকুরগাঁও মোহাম্মদ আলী স্টেডিয়ামে এজ গ্রুপ ক্রিকেট ডেভলপমেন্ট ক্যাম্পেইনের অংশ হিসেবে স্থানীয় ক্রীড়া সংগঠক ও ক্রিকেটারদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, আমার সময়ে ৮৭, ৮৮, ৮৯, ৯০, ৯১, ৯২ তে যে মন্ত্রণালয়গুলো আছে— তখনকার চেয়ে এখনকার অবস্থা আরও খারাপ। অথচ তখন বোর্ডের অবস্থা ছিল খারাপ, আমাদের অবস্থা ছিল ভালো। আর এখন আমাদের অবস্থা খারাপ আর বোর্ডের অবস্থা ভালো। মিস ম্যানেজমেন্টের কারণেই এটা হয়েছে। এখানকার খবরগুলো ঢাকায় পৌঁছানো হয় না বা কেউ পৌঁছায় না।
আসিফ আকবর বলেন, ঠাকুরগাঁও স্টেডিয়ামটা ওয়েল অর্গানাইজড এবং ডেডিকেটেড ক্রিকেট স্টেডিয়াম— এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। সামনে শুরু হচ্ছে প্রাইম ব্যাংক স্কুল টুর্নামেন্ট, যেখানে সাড়ে ৫’শ স্কুল অংশ নেবে। আমরা চাইবো ডিসেন্ট্রালাইজ করার জন্য যে সিদ্ধান্ত নিয়েছি— ঢাকার বাইরে খেলা ছড়িয়ে দেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছি, সেই সঙ্গে আমাদের রেগুলার ফুটবলের পাশাপাশি মাদ্রাসা ক্রিকেট এবং ইংলিশ মিডিয়াম স্কুলগুলোকে ইনভল্ভ করে আমাদের সমস্ত বাচ্চারা যারা পড়াশোনার মধ্যে আছে তাদেরকে ক্রিকেটসহ অন্যান্য ক্ষেত্রে যুক্ত করতে।
তৃণমূল পর্যায়ে যা ক্যাম্পেইন করা দরকার, যাদের ফ্যাসিলিটিস দরকার, যাদের লজিস্টিক সাপোর্ট দরকার, যে ডেভলপমেন্ট প্ল্যানিং করা দরকার— সেসব বিষয় গুরুত্ব দিয়ে এগোতে হবে। লাকিলি, টুর্নামেন্ট কমিটির আমরা দু’জনেই চিটাগাং ডিভিশন থেকে এসেছি। সুতরাং আমাদের হাতে অনেক পাওয়ার আছে। আপনারা চাইলে আমাদেরকে ইউজ করতে পারেন।
তিনি আরও বলেন, আমাদের বাচ্চারা খেলতে চায়, আমাদের গার্ডিয়ানরা চায় তাদের বাচ্চারা খেলুক। তাদের মধ্যে এনার্জি থাকবে, তারা সুস্থ সবল থাকবে। তাদের মননশীলতার বিকাশ ঘটবে, তারা কিশোর গ্যাং-এ জয়েন করবে না। তারা ড্রাগ অ্যাডিক্টেড হবে না। সমাজ এবং রাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
তিনি বলেন, ঠাকুরগাঁও যথেষ্ট পরিমাণে এগিয়ে আছে। এখানে ড্রেসিং রুমের দাবি আসছে, এখানে ড্রেসিং রুমের কাজ শুরু হয়ে যাবে। এবং অন্যান্য বিষয়গুলোর মধ্যে বিশেষ করে মেয়েদের জন্য আলাদা ড্রেসিং রুম— সেটা গুরুত্বসহকারে নেওয়া হয়েছে।
এ সময় তিনি পার্বত্য জেলার উদাহরণ তুলে ধরেন। সেখানে মেয়েদের জন্য আলাদা ড্রেসিং রুম আছে। পিচ কভার হয়ে যাবে। বোর্ডে গিয়ে বলবো— ঠাকুরগাঁও স্টেডিয়ামকে ডেডিকেটেডলি টুর্নামেন্টের জন্য রংপুর ডিভিশনে সিলেক্ট করা হোক। আমি ডিক্লেয়ার্ড দিয়ে গেলাম।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর পরিচালক হাসানুজ্জামান, সদস্য সচিব আরমানুল ইসলাম, বিসিবির অ্যাম্পায়ার শাকিরসহ স্থানীয় ক্রিকেটারা।