
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নারায়ণগঞ্জে ১৭ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। সীমান্ত রক্ষার কাজে নিয়োজিত এ সশস্ত্র বাহিনী জেলার পাঁচটি উপজেলাতেই ক্যাম্প স্থাপন করেছে।
শুক্রবার (৩০ জানুয়ারি) জালকুড়ি এলাকায় বিজিবি স্থায়ী ক্যাম্পে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ৬২ বিজিবি নারায়ণগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মির্জা মোহাম্মদ আরাফাত।
লেফটেন্যান্ট কর্নেল মির্জা মোহাম্মদ আরাফাত বলেন, “কেন্দ্র ঝুঁকি বিবেচনায় বিজিবি মোবাইল ও স্ট্যাটিক ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে এবং উপজেলার পার্থক্য অনুযায়ী দুই থেকে পাঁচ প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে।”
এ ছাড়া ড্রোনের মাধ্যমে নির্বাচনি এলাকায় নজরদারি রাখা হবে। জরুরি পরিস্থিতি মোকাবিলায় ‘কুইক রেস্পন্স ফোর্স’ প্রস্তুত থাকবে বলেও জানান তিনি।
তিনি বলেন, বিজিবি রাজনৈতিকভাবে সম্পূর্ণ নিরপেক্ষ থেকে সব রাজনৈতিক দল ও প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করতে সহায়ক ভূমিকা পালন করবে। ভোটাররা যেন নিরাপদ, শান্ত ও ভয়মুক্ত পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষা- বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করা হবে।
তিনি বলেন, ‘নির্বাচনকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ, মাদক ও অস্ত্র পাচারসহ যেকোনো সীমান্ত অপরাধ যাতে নির্বাচন প্রক্রিয়াকে প্রভাবিত করতে না পারে, সে বিষয়ে বিজিবি সর্বোচ্চ সতর্ক থাকবে।’
লেফটেন্যান্ট কর্নেল মির্জা মোহাম্মদ আরাফাত আরও বলেন, দেশের ৪৮৯টি উপজেলায় বিজিবি নির্বাচনী দায়িত্ব পালন করবে। এর মধ্যে সীমান্তবর্তী ৬১টি উপজেলায় বিজিবি এককভাবে দায়িত্বে থাকবে। নারায়ণগঞ্জ ব্যাটালিয়নের আওতাধীন ১৩টি সংসদীয় আসনের ১ হাজার ৯২১টি ভোটকেন্দ্রে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে ১১টি বেইজ ক্যাম্প স্থাপন করে প্রায় ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। শুধু নারায়ণগঞ্জ জেলাতেই ৫টি বেইজ ক্যাম্প থেকে ৫টি উপজেলায় ১৭ প্লাটুন বিজিবি দায়িত্ব পালন করছে। পাশাপাশি অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযানও চলমান রয়েছে।