ঢাকা সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

উখিয়ায় বনের জমিতে গড়ে তোলা ২৫০ দোকান উচ্ছেদ

উখিয়ায় বনের জমিতে গড়ে তোলা ২৫০ দোকান উচ্ছেদ

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরের পাশে সংরক্ষিত বনের জায়গা দখল করে গড়ে তোলা ২৫০টি দোকান ও স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার পালংখালী ইউনিয়নের মরা আমগাছ তলা এলাকায় উপজেলা প্রশাসন ও বনবিভাগ এ অভিযান পরিচালনা করেছে।

বনবিভাগের উখিয়া রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মো. আবদুল মান্নান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে বালুখালী মরা গাছতলা এলাকায় সংরক্ষিত বনে অবৈধভাবে দোকানঘর নির্মাণ করে দখলদাররা ব্যবসা পরিচালনা করছিল। এতে বনাঞ্চল ধ্বংসের পাশাপাশি খাস জায়গা দখল হয়ে যাচ্ছিল।

রেঞ্জ কর্মকর্তা বলেন, এ অভিযানে ৫ একর জমি উদ্ধার করা হয়েছে। সংরক্ষিত বন দখলমুক্ত করতে এ ধরনের নিয়মিত অভিযান চলবে।

এতে উপজেলা প্রশাসন, বন বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও আইনশৃঙ্খলা বাহিনীর অন্তত ৩০ জন সদস্য অংশগ্রহণ করেন।

২৫০ দোকান উচ্ছেদ,উখিয়া
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত