ঢাকা সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

কিশোরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে দুই ভাইয়ের মৃত্যু

কিশোরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে দুই ভাইয়ের মৃত্যু
প্রতীকী ছবি

কিশোরগঞ্জের হোসেনপুরে বাড়ির পাশে গরুর জন্য খড় আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।

আজ শনিবার (২২ নভেম্বর) সকালে উপজেলার শাহেদল ইউনিয়নের গলাচিপা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত কৃষক নুরু খান (৬০) ও ফজলু খান (৫৫) ওই গ্রামের হাসেন উদ্দিনের ছেলে।

নিহতদের স্বজনরা জানায়, সকালে বাড়ির পাশে গরুর জন্য খড় আনতে যান নুরু খান। এ সময় আগে থেকে ছিঁড়ে পড়ে থাকা বিদ্যুতের তারে অসাবধানতাবশত স্পৃষ্ট হয়ে তিনি ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। তাকে বাঁচাতে এগিয়ে গেলে তার ছোট ভাই ফজলু খানও একই তারে বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।

হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় পুলিশ। এ ব্যাপারে পরবর্তী আইনি বিষয় প্রক্রিয়াধীন।

কিশোরগঞ্জ,হোসেনপুর,বিদ্যুৎস্পৃষ্ট,মৃত্যু,দুর্ঘটনা,নিহত
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত