ঢাকা সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

ভূমিকম্পে নিহত বাবা-ছেলের দাফন সম্পন্ন

ভূমিকম্পে নিহত বাবা-ছেলের দাফন সম্পন্ন

ভূমিকম্পের সময় নরসিংদীতে পাশের বাসার নির্মাণাধীন ভবনের দেয়াল ধ্বসে নিহত কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার দেলোয়ার হোসেন উজ্জ্বল (৩৮) ও তার নয় বছরের ছেলে ওমরের দাফন সম্পন্ন হয়েছে।

শনিবার (২২ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে, পাকুন্দিয়া পৌরসভার উত্তর পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নামাজে জানাজা শেষে পাশের কবরস্থানে তাদেরকে দাফন সম্পন্ন হয়।

নিহতরা পাকুন্দিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের উত্তরপাড়া গ্রামের বাসিন্দা।

গতকাল শুক্রবার বেলা পৌনে ১১টার দিকে তারা ভূমিকম্পে আহত হন। পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুজনই মারা যান।

এ ঘটনায় আহত হয়ে দেলোয়ার হোসেন উজ্জ্বলের দুই মেয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

চাকরিজনিত কারণে নিহত দেলোয়ার হোসেন উজ্জল পরিবার নিয়ে নরসিংদী শহরের গাবলতি এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করতেন। দেলোয়ার হোসেন উজ্জ্বল বাংলাদেশ জুট মিলস কর্পোরেশনে উচ্চমান সহকারী পদে কর্মরত ছিলেন। ছেলে ওমর নরসিংদীর একটি মাদরাসায় হেফজ বিভাগে পড়াশোনা করতেন।

ভূমিকম্প,কিশোরগঞ্জ,বাবা-ছেলে,দাফন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত