
মুন্সীগঞ্জ-৩ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোশারফ হোসেন পুস্তি সম্প্রতি স্থানীয় ভোটারদের মধ্যে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন। এই কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা’ কর্মসূচির গুরুত্ব তুলে ধরা এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলের পক্ষে জনমত তৈরি করা।
শনিবার সকাল ১১টার দিকে মুন্সীগঞ্জ সদর উপজেলার রিকাবি বাজার এলাকায় অনুষ্ঠিত গণসংযোগে স্থানীয়দের স্বতঃস্ফূর্ত উপস্থিতি দেখা যায়।
সাধারণ ভোটারদের মাঝে নির্বাচনমুখী আগ্রহ সৃষ্টি এবং তাদের ভোটকেন্দ্রমুখী করতে আহ্বান জানানো হয়। পাশাপাশি তারেক রহমানের দেওয়া ৩১ দফা বাস্তবায়নের গুরুত্ব তুলে ধরে বিএনপির ব্যাপক রাজনৈতিক বার্তা ছড়িয়ে দেওয়া হয়।
গণসংযোগে নেতৃত্ব দেন মোশারফ হোসেন পুস্তি। তিনি দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্রের অবস্থা এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপির বিভিন্ন উদ্যোগ নিয়ে বক্তব্য রাখেন। তিনি বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার এবং দেশের রাষ্ট্র কাঠামোকে সঠিক পথে ফিরিয়ে আনতেই এই ৩১ দফা কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি উপস্থিত ভোটার, স্থানীয় জনগণ ও তরুণদের উদ্দেশে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। তার এই আহ্বানকে তরুণ ভোটারদের কাছে পৌঁছানোর একটি রাজনৈতিক কৌশল হিসেবে বিবেচনা করা হচ্ছে।
বিশ্লেষকদের মতে, এই গণসংযোগ স্থানীয় পর্যায়ে নির্বাচনী উত্তাপ বাড়িয়ে তুলেছে এবং সাধারণ মানুষকে ভোটকেন্দ্রমুখী করতে ইতিবাচক প্রভাব ফেলবে।
কর্মসূচিতে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, অঙ্গ ও সহযোগী সংগঠনের সদস্যরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। তারা ঐক্যবদ্ধভাবে দলের রাজনৈতিক বার্তা প্রচারে অংশ নেন। গণসংযোগটি মুন্সীগঞ্জ-৩ আসনে বিএনপির সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী করতে সহায়ক হবে বলে নেতাকর্মীরা মনে করছেন।
এর আগে শুক্রবার বিকেলে সদর উপজেলার সিপাহীপাড়া চৌরাস্তায় মোশারফ হোসেন পুস্তি ব্যাপক গণসংযোগ করেন।