
‘বিভেদ নয়, ঐক্য চাই, ধানের শীষের জয় চাই’ স্লোগানে নওগাঁর পোরশায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে উপজেলার নিতপুর বাসস্ট্যান্ডে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন পোরশা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক লায়ন মো. মাসুদ রানা।
এসময় সাপাহার উপজেলা বিএনপির সদস্য মাহফুজুল হক চৌধূরী বাবুর সভাপতিত্বে বক্তব্য রাখেন পোরশা উপজেলা বিএনপির সদস্য আবুল কালাম ও জেলা যুবদলের সাবেক সহ আইন বিষয়ক সম্পাদক ও পোরশা উপজেলা বিএনপির সদস্য ফেরদৌস আহমেদ।
এসময় উপস্থিত ছিলেন পোরশা উপজেলা থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক তোজাম্মেল হক বকুল, জিয়া সৈনিক দলের সভাপতি ওয়াসিম মন্ডল ও প্রচার সম্পাদক খোরশেদ আলম বাবু, উপজেলার নিতপুর সদর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহমেদ এবং তারেক জিয়া পরিষদ জেলা শাখার যুগ্ম আহ্বায়ক শাহীন মোন্না খোকা, সাপাহার উপজেলা বিএনপির শহর সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, উপজেলা যুবদলের সদস্য সায়েদ মিজান রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান ও আইহাই ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, নিয়ামতপুর উপজেলা বিএনপির ওলামা দলের যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম সেলিম এবং জেলা যুবদলের সাবেক প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মামুনুর রশিদ মামুনসহ অন্যরা।
এসময় সাপাহার-পোরশা ও নিয়ামতপুর উপজেলার বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
লায়ন মো. মাসুদ রানা জানান, সাপাহার-পোরশা ও নিয়ামতপুর উপজেলা নিয়ে নওগাঁ-১ আসন। দল থেকে মোস্তাফিজুর রহমান মনোনীত করা হয়েছে এবং তাকে শুভেচ্ছা জানিয়েছি। তবে তিনি এখন পর্যন্ত মাঠ গুছিয়ে নিতে পারেননি।
আবার ডা. ছালেক চৌধূরী তিনিও মনোনয়ন পেতে মাঠে নেমেছেন। কিন্তু তাদের বিরুদ্ধে জমি ও পুকুর দখলসহ বিভিন্ন অভিযোগ আসছে। এতে বিএনপির ইমেজ খারাপ হচ্ছে। এ দুইজনের কারণে মাঠে ভোট নষ্ট হচ্ছে। তারা যদি ভালো করতে পারে, আমার কোনো সমস্যা নেই।
তিনি আরও বলেন, তাদের দুইজনের মধ্যে এমনটা যদি চলতে থাকে, তাহলে ভোটের পরিবেশ নষ্ট হচ্ছে। অন্য দল বিজয়ী হওয়ার আশঙ্কা করা হচ্ছে। তাদের চেয়ে জনপ্রিয়তা আমার কোনো অংশে কম নয়। ২০১৪ সাল থেকে মনোনয়ন পেতে চেষ্টা করে আসছি। মনোনয়ন পেতে একজন অপরজনকে ছোট ও হেয় করা নিয়ে ব্যস্ত এবং উঠে পড়ে লেগেছে। ছোট ছোট সমস্যাগুলো ঘরে বসেই সমাধান করা যেত। কিন্তু সেটা এখন বড় করে দেখানো হচ্ছে। তবে আমি দলের সিদ্ধান্ত মেনে নিতে চাই। মনোনীত প্রার্থী হলেও চূড়ান্ত হয়নি বলে দলের সিদ্ধান্ত। তাই আমি মাঠে নামতে আগ্রহ প্রকাশ করছি এবং মনোনয়ন চাইছি। আমাদের সামনে দুর্দিন আসছে যা মোকাবেলা করতে হবে।