ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

চাঁদপুর সরকারি কলেজে ইসলামী ছাত্রশিবিরের নবীন বরণ

চাঁদপুর সরকারি কলেজে ইসলামী ছাত্রশিবিরের নবীন বরণ

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চাঁদপুর সরকারি কলেজ শাখার উদ্যোগে একাদশ ও স্নাতক (সম্মান এবং পাসকোর্স) প্রথম বর্ষের নবীন শিক্ষার্থীদের নিয়ে নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত কলেজ ক্যাম্পাসের মনোরম পরিবেশে আয়োজিত অনুষ্ঠানে সহস্রাধিক নবীন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ। প্রধান বক্তার বক্তব্য দেন কেন্দ্রীয় দাওয়া সম্পাদক মোজাফফর হোসাইন।

শিক্ষার্থীদের গাইডলাইন ও নির্দেশনামূলক বক্তব্য দেন ঢাকা মহানগর উত্তর শিবিরের সভাপতি রেজাউল করিম শাকিল।

কলেজ শাখার সভাপতি ইমরান হোসাইনের সভাপতিত্বে ও শিবির নেতা এহসানুল ফেরদৌস বাপ্পির সঞ্চালনায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁদপুর জেলা জামায়াতের সেক্রেটারী অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া ও শহর জামায়াতের আমির অ্যাডভোকেট মো. শাহজাহান খান।

আরও বক্তব্য দেন শহর শিবির সভাপতি জাহিদুল ইসলাম, জেলা সভাপতি ইব্রাহীম খলিল, সাবেক কাউছার আলম, সাবেক কলেজ সভাপতি অ্যাড. আবুল কালাম আজাদ, মোজাহিদুল ইসলাম এবং শহর শিবিরের সাবেক সভাপতি সুলতান আহমেদ।

অনুষ্ঠানে ইসলামী সংগীত, নাটিকা পরিবেশন এবং সিরাত পাঠ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়।

ছাত্রশিবিরের নবীন বরণ,চাঁদপুর সরকারি কলেজ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত