
নেত্রকোনার দুর্গাপুরে জনদুর্ভোগ লাঘবে ব্যারিস্টার কায়সার কামালের তত্বাবধানে সোমেশ্বরী নদীর ওপর প্রায় ৭শ ৫০ মিটার লম্বা কাঠের সেতু করে দিলেন কেন্দ্রীয় বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।
শনিবার (২২ নভেম্বর) দুপুরে আনুষ্ঠানিকভাবে এই সেতুর উদ্বোধন করেন বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
স্থানীয়রা জানায়, দীর্ঘদিন যাবৎ একটি সেতুর অভাবে শিবগঞ্জ-দুর্গাপুর এলাকার মানুষের নদী পারাপারের ব্যবস্থা খুবই নাজুক অবস্থায় ছিল। এলাকার সার্বিক দিক বিবেচনায়, সর্বস্তরের মানুষ, রিক্সা, ভ্যান, প্রাইভেটকার ও মোটরসাইকেল চলাচলের উপযোগী প্রায় পনের লক্ষ টাকা ব্যয়ে বাঁশ-কাঠের এই সেতু নির্মাণ করে দেন কেন্দ্রীয় বিএনপি নেতা ব্যারিস্টার কায়সার কামাল।
এ সেতু দিয়ে শুধু যানবাহন পারাপার থেকে সামান্য টোল আদায় করা হবে এবং লভ্যাংশের সকল টাকাই স্থানীয় মসজিদ, মন্দির সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কাজে বিতরণ করা হবে বলে ঘোষণা দেন ব্যারিস্টার কায়সার কামাল। আমাদের দাবি, তিনি এমপি নির্বাচিত হয়ে এই নদীর ওপর একটি নান্দনিক সেতু নির্মাণ করে দেবেন।
সেতু উদ্বোধনের সময় পবিত্র কোরআন তেলাওয়াত শেষে মোনাজাত পরিচালনা করেন মুফতি মাওলানা আব্দুর রব। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি, বিশিষ্ট শিক্ষাবিদ এডভোকেট এম. এ. জিন্নাহ, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল, পৌর বিএনপি’র সাবেক সভাপতি রওশন আলী, সেতু কমিটির সদস্য প্রভাত সাহা, পঙ্কজ সাংমা, কুল্লাগড়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি শাজাহান কবীর সরকার, সাধারণ সম্পাদক শাহআলম, পৌর যুবদলের সদস্য সচিব আল ইমরান সম্রাট গণি, উপজেলা বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীগণ সহ সেতু কমিটির অন্যান্য সদস্যগণ।
শিশু শিক্ষার্থী তাসফিয়া ইসরাত বলেন, নদীর ওপর কোন সেতু না থাকায় প্রায় প্রতিদিনই স্কুলে যেতে আমাদের সমস্যা হতো। এলাকার শিক্ষার্থী ও সাধারণ মানুষের কথা ভেবে এবারও একটি কাঠের সেতু তৈরি করে দিয়েছেন ব্যারিস্টার কায়সার কামাল, এর জন্য আমরা তার প্রতি কৃতজ্ঞ।
আমাদের একটাই দাবি, তিনি এমপি নির্বাচিত হয়ে সোমেশ্বরী নদীর ওপর একটি স্থায়ী সেতু নির্মাণ করে দেবেন।