ঢাকা সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

মানিকগঞ্জে আবুল সরকারের শাস্তির দাবিতে বিক্ষোভ, পক্ষে-বিপক্ষে হামলা

মানিকগঞ্জে আবুল সরকারের শাস্তির দাবিতে বিক্ষোভ, পক্ষে-বিপক্ষে হামলা

মানিকগঞ্জে বিতর্কিত বাউল আবুল সরকারের সমর্থকদের ওপর হামলার ঘটনা ঘটেছে। তৌহিদী জনতার ব্যানারে আসা একদল লোক এই হামলা চালায়।

রোববার (২৩ নভেম্বর) বেলা ১১টার দিকে পৌরসভার দক্ষিণ সেওতা এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় অনেক সমর্থক প্রাণ বাঁচাতে পার্শ্ববর্তী পুকুরে ঝাঁপ দিলেও শেষ পর্যন্ত রক্ষা পাননি।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মহান আল্লাহকে নিয়ে কটূক্তির অভিযোগে আবুল সরকারের বিরুদ্ধে ফাঁসির দাবি জানিয়ে সকাল ১০টার দিকে বাসস্ট্যান্ড এলাকায় বিক্ষোভ করে তৌহিদী জনতা। বিক্ষোভ শেষে মিছিল শহীদ স্মৃতিস্তম্ভের সামনে অবস্থান নেয়। এ সময় আবুল সরকারের মুক্তির দাবিতে পাশেই মানববন্ধনের প্রস্তুতি নিচ্ছিলেন বাউল সম্প্রদায়ের ৫০ থেকে ৬০ জন লোক। এসময় মিছিলে অংশগ্রহণকারীরা তাদের ধাওয়া করলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

এ সংঘর্ষে উভয়পক্ষের কয়েকজন আহত হন। আহতদের মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মানিকগঞ্জের একজন সিনিয়র আইনজীবী বলেন, “আদালতে বিচারাধীন একটি মামলার কারণে হামলা অনাকাঙ্ক্ষিত কতিপয় রাজনৈতিক সংগঠন পরিস্থিতি উত্তপ্ত করতে চাইছে, তাই জনগণকে সতর্ক থাকার আহ্বান জানানো হচ্ছে।”

অপরদিকে আবুল সরকারের স্ত্রী, বাউল শিল্পী আলেয়া বেগম বলেন, “সমর্থকরা আন্দোলন করতে পারে, এটি স্বাভাবিক। কিন্তু হামলা কোনোভাবেই কাম্য নয়। সঠিক তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তি নিশ্চিত করতে হবে।”

মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন জানান, “পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে।”

উল্লেখ্য, ঘিওর উপজেলার একটি পালা গানে মহান আল্লাহর বিরুদ্ধে আপত্তিকর মন্তব্যের অভিযোগে আবুল সরকারকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তিনি মানিকগঞ্জ জেলা কারাগারে বন্দী রয়েছেন।

মানিকগঞ্জ,আবুল সরকার,বিক্ষোভ,হামলা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত