
কক্সবাজার শহরের বার্মিজ মার্কেট এলাকায় পঞ্চম শ্রেণির এক ছাত্রকে অপহরণের অভিযোগ উঠেছে। গত শনিবার বিকেলে শাহ জব্বারিয়া এতিমখানার রাস্তার মোড়ে এ ঘটনা ঘটে।
শিশুটির পরিবার বলছে, বিকেলে বার্মিজ মার্কেটে নাস্তার জন্যে বের হলে তাকে কয়েকজন দুর্বৃত্ত একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যায়।
অপহৃত শিশু মোহাম্মদ তকী তাযওয়ার (১২) চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের ফতেহ আলী সিকদার পাড়ার মোহাম্মদ নোমানের ছেলে। সে শাহ জব্বারিয়া এতিমখানার পঞ্চম শ্রেণির ছাত্র।
এ ঘটনায় তকীর চাচা মাওলানা মোহাম্মদ মনিরুল ইসলাম বাদী হয়ে রোববার কক্সবাজার সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
মাওলানা মোহাম্মদ মনিরুল ইসলাম জানান, অপহরণকারী চক্রের সদস্যরা রোববার সন্ধ্যার দিকে তকীর ভাইয়ের মোবাইলে ফোন করে এক লাখ মুক্তিপণ দাবি করেছে। এ সময় অজ্ঞাত ব্যক্তি ফোনে এই টাকা না পেলে তকীকে হত্যা অথবা পাচার করে দেবে বলে হুমকি দেয়। এ অবস্থায় তকীর জীবন নিয়ে তারা শঙ্কিত বলে জানান।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ইলিয়াস খান জানান, ‘শিশুটির পরিবারের দেওয়া অভিযোগ তদন্ত করে দেখা হচ্ছে। একই সঙ্গে পুলিশের টিম শিশুটিকে উদ্ধারে মাঠে কাজ করছে।’