
রাজবাড়ীর বালিয়াকান্দিতে কৃষকদের মাঝে বিনোদন ও পারস্পরিক সৌহার্দ্য বাড়াতে এক ব্যতিক্রমধর্মী ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে এসিআই ক্রপ কেয়ার কুষ্টিয়া রিজিওন।
মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে বালিয়াকান্দির বহরপুর তেতুলিয়া সমাজকল্যাণ সমিতির মাঠে স্থানীয় কৃষকদের নিয়ে গঠিত ৬ দলের অংশগ্রহণে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
টুর্নামেন্টে অংশ নেয়— এসিবিন একাদশ, ফ্লোরা একাদশ, এসিফ্লো একাদশ, সালফক্স একাদশ, রোবানন একাদশ ও পাইরাজিন একাদশ। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচগুলো শেষে এসিবিন একাদশ ও ফ্লোরা একাদশ ফাইনালে ওঠে। নির্ধারিত সময়ে গোলশূন্য ড্র হওয়ায় ফাইনাল ম্যাচের সিদ্ধান্ত টাইব্রেকারে গড়ায়। টাইব্রেকারে এসিবিন একাদশ ফ্লোরা একাদশকে ৩–২ ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
পুরো ইভেন্টকে কেন্দ্র করে মাঠে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। খেলাকে ঘিরে এলাকাবাসীর উপস্থিতিও ছিল ব্যাপক।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালিয়াকান্দি উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রতন কুমার ঘোষ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মো. শাখাওয়াত হোসেন গালিব, এসিআই ফরমুলেশন লিমিটেড পিএলসি কুষ্টিয়া রিজিওনের সেলস ম্যানেজার মো. হাবিবুর রহমান, প্রোডাক্ট এক্সিকিউটিভ মো. তরিকুল ইসলাম, সিনিয়র টেরিটরি ম্যানেজার মো. ফিরোজ আলী, টেরিটরি এক্সিকিউটিভ মো. ইনায়েত হোসেন, সেলস প্রমোশন অফিসারবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এসিআই ফরমুলেশনের মনোনীত পরিবেশক মেসার্স আকরামুজ্জামানের স্বত্বাধিকারী আকরামুজ্জামান।
খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেন অতিথিরা।
এসময় প্রধান অতিথি কৃষিবিদ রতন কুমার ঘোষ বলেন, “কৃষকরাই দেশের খাদ্য নিরাপত্তার মূল বাহক। মাঠে পরিশ্রমের পাশাপাশি তাদের মানসিক প্রশান্তি ও বিনোদনের সুযোগ সৃষ্টি করাও জরুরি। এ ধরনের খেলাধুলা কৃষকদের মাঝে ঐক্য, উৎসাহ এবং সুস্থ প্রতিযোগিতার মনোভাব সৃষ্টি করে। কৃষকদের কল্যাণে এসিআই যে এমন উদ্যোগ নিয়েছে, তা নিঃসন্দেহে প্রশংসনীয়।”