ঢাকা সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

মুন্সীগঞ্জে যুব কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি চিকিৎসা পেলো ৫ শতাধিক রোগী

মুন্সীগঞ্জে যুব কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি চিকিৎসা পেলো ৫ শতাধিক রোগী

মুন্সীগঞ্জে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে ফ্রি চিকিৎসা সেবা ক্যাম্প আয়োজন করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় যুব উন্নয়ন অধিদপ্তরের সহযোগিতায় স্বেচ্ছাসেবী সংগঠন ‘তারুণ্যের ঐক্য সামাজিক যুব কল্যাণ সংস্থা’ মুন্সীগঞ্জ পৌর শহরের দক্ষিণ ইসলামপুর বড় মাদ্রাসা ও মসজিদ সংলগ্ন মাঠে এ ক্যাম্পের আয়োজন করে।

দিনব্যাপী এই ক্যাম্পে চক্ষু পরীক্ষা, রক্তের গ্রুপ নির্ণয়, বিনামূল্যে ঔষধ বিতরণ, ডায়াবেটিস পরীক্ষা, গাইনি চিকিৎসা এবং সাধারণ চিকিৎসা সেবা দেওয়া হয়। বিভিন্ন স্থান থেকে আসা প্রায় ৫শ নারী-পুরুষ সেবা গ্রহণ করেন।

চিকিৎসাসেবা প্রদান করেন- ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিশেষজ্ঞ ডা. রিয়াজ মাহমুদ বাবু, রংপুর চক্ষু হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞ ডা. মো. আদনান কবির, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের প্রসূতি ও গাইনি বিশেষজ্ঞ ডা. ইসরাত জাহান মোগল এবং মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মেডিসিন কনসালটেন্ট ও ডায়াবেটিস বিশেষজ্ঞ ডা. মো. সাইদুর রহমান হিমেল।

ফ্রি চিকিৎসাসেবা ক্যাম্প অনুষ্ঠানে সংগঠনের সভাপতি মো. রাইফুল ইসলাম রাজনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. মনির হোসেন রনির সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক শেখ মো. নাসির উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. গোলাম মোস্তাফা, মুন্সীগঞ্জ পৌরসভার ৮ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শহীদুল ইসলাম।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন যোগীনীঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাম্মেল হক, স্বদেশ বাংলা নারী সংগঠনের সভাপতি তামান্না সরকার প্রমূখ।

ফ্রি চিকিৎসাসেবা ক্যাম্প ঘুরে দেখেন অনুষ্ঠানের প্রধান অতিথি যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক শেখ মো. নাসির উদ্দিনসহ অন্যান্য অতিথিবৃন্দ।

৫ শতাধিক রোগী,ফ্রি চিকিৎসা,যুব কল্যাণ সংস্থা,মুন্সীগঞ্জ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত