ঢাকা সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

তাড়াইলে প্রাণীসম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত

তাড়াইলে প্রাণীসম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত

কিশোরগঞ্জের তাড়াইলে সারাদিনব্যাপী প্রাণীসম্পদ প্রদর্শনী মেলা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ নভেম্বর) প্রস্তাবিত উপজেলা পরিষদ পার্কে উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এই প্রদর্শন মেলার আয়োজন করেন। প্রস্তাবিত উপজেলা পরিষদ পার্ক থেকে সকাল ১০টায় একটি র‌্যালি বের হয়ে উপজেলা সদর বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. জিসান আলীর স্বাগত বক্তব্যের মাধ্যমে মেলার কার্যক্রম শুরু হয়।

তিনি বলেন, এ ধরনের প্রদর্শনীর মাধ্যমে নতুন নতুন খামারি উদ্যোক্তা তৈরি হচ্ছে। যা দেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখছে। এ জন্য খামারিদের উন্নয়নে প্রাণী সম্পদ কার্যালয়ের কর্মকর্তাদের নজর দিতে হবে। খামারি প্রণোদনা দিতে হবে প্রকৃত খামারিদের। পাশাপাশি মাসে অন্তত একটি করে আলোচনা সভা করা, খামারিদের প্রশিক্ষণের ব্যবস্থা করাসহ প্রাণী সম্পদ দপ্তরগুলোতে জনবল বাড়াতে হবে।

তিনি আরও বলেন, মানুষের খাবারের অন্যতম উপাদান মাছ, মাংস, দুধ, ডিম। এগুলোর উৎপাদন বাড়াতে যতটা সহযোগিতা করা দরকার, পৃষ্ঠপোষকতা করা প্রয়োজন, তা আমরা করছি। ফলে উৎপাদনও অনেক বেড়েছে।

উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. রাশেদুজ্জামান মিয়ার সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা এলজিইডি কর্মকর্তা জাহিদুল হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা বিকাশ রায়, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আল আমিন, তাড়াইল থানা (ভারপ্রাপ্ত) পুলিশ কর্মকর্তা সাব্বির রহমান, তদন্ত কর্মকর্তা শ্যামল মিয়া, তাড়াইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার আলম, যুগ্ম সাধারণ সম্পাদক সামির হোসেন সাকী, ইসলামি আন্দোলন বাংলাদেশ তাড়াইল উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা সাইফুল ইসলাম সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ও গণমাধ্যমকর্মীরা।

প্রদর্শনীতে ৩০টি স্টলে গরু, মহিষ, ব্ল্যাক বেঙ্গল ছাগল, ভেড়া, হাঁস, মুরগী, শৌখিন পাখি-সহ বিভিন্ন প্রজাতির প্রাণীর প্রদর্শন ও প্রাণিসম্পদ উন্নয়নে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করা হয়। এসব দেখতে ও কিনতে মেলায় ভিড় করেন পশু-পাখিপ্রেমী মানুষেরা।

তাড়াইল,প্রাণীসম্পদ প্রদর্শনী,মেলা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত