ঢাকা সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

কক্সবাজারে নানা আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন

কক্সবাজারে নানা আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন

দেশে প্রথমবারের মতো ‘জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৫’ উদযাপন উপলক্ষ্যে কক্সবাজারে জেলা প্রশাসন ও প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে র‌্যালী, আলোচনা সভা ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

‘দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি: প্রাণিসম্পদে হবে উন্নতি’— এ প্রতিপাদ্যে বুধবার (২৬ নভেম্বর) সকালে জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে উদ্বোধনী আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আবদুল মান্নান।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, দেশের আর্থ-সামাজিক উন্নয়ন ও জনসাধারণের পুষ্টি চাহিদা মেটাতে প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ছাড়া জেলার প্রাণিসম্পদ খাত উন্নয়নে নারী ও যুব উদ্যোক্তাদের আধুনিক প্রযুক্তির ব্যবহার, নিরাপদ খাদ্য উৎপাদনসহ বিভিন্ন বিষয়ে জেলা প্রশাসনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানান তিনি।

জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. এ এম খালেকুজ্জামানের সভাপতিত্বে এতে অতিরিক্ত জেলা প্রশাসক ইমরান হোসাইন সজীব, অতিরিক্ত পুলিশ সুপার মো. শামীম কবীর, সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল আউয়ালসহ খামারিরা বক্তব্য রাখেন।

সভায় বক্তারা বলেন, প্রাণিসম্পদের সার্বিক উৎপাদন বৃদ্ধি, আধুনিক তথ্য প্রযুক্তির ব্যবহার, দেশীয় প্রাণিসম্পদ রক্ষা ও উন্নয়ন, রোগ প্রতিরোধ ও স্বাস্থ্য ব্যবস্থাপনা সম্পর্কে খামারিদের সচেতন করতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন করা হচ্ছে।

পরে জেলা প্রাণীসম্পদ দপ্তর প্রাঙ্গণে সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলুফা ইয়াসমিন চৌধুরী।

এতে গবাদি পশু ও হাঁস-মুরগির প্রদর্শনী, ফ্রি ভ্যাকসিনেশন ও ভেটেরিনারি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। আগামী ২ ডিসেম্বর পর্যন্ত জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষ্যে জেলার সব উপজেলায় নানা আয়োজন রয়েছে। মেলায় ৩২টি স্টল স্থান পেয়েছে।

কক্সবাজার,জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত