
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৫ উদযাপনের অংশ হিসেবে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে গবাদিপশু ও হাঁস–মুরগির জন্য বিনামূল্যে টিকাদান ও কৃমিনাশক বিতরণ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) পৌরসভার চর হোসেনপুর গ্রামে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে এই জনকল্যাণমূলক ক্যাম্পেইনটি আয়োজন করা হয়।
এর লক্ষ্য ছিল স্থানীয় খামারি ও পশুপালকদের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া।
ক্যাম্পে অভিজ্ঞ ভেটেরিনারি দল গবাদিপশু এবং হাঁস–মুরগিকে বিভিন্ন সংক্রামক ও মারাত্মক রোগ থেকে সুরক্ষার জন্য প্রয়োজনীয় টিকা প্রদান করেন। পশুর স্বাস্থ্য, বৃদ্ধি ও দুধ–ডিমের উৎপাদন নিশ্চিত করতে খামারিদের হাতে বিনামূল্যে কৃমিনাশক ওষুধ তুলে দেওয়া হয়। কৃমিরোগের ফলে পশুর যে অপুষ্টি হয়, তা দূর করতে এই ওষুধ অত্যন্ত কার্যকর।
চর হোসেনপুর ও তার পার্শ্ববর্তী এলাকার অসংখ্য খামারি তাদের গবাদিপশু ও হাঁস–মুরগি নিয়ে ক্যাম্পে আসেন। বিনামূল্যে এই গুরুত্বপূর্ণ সেবা পাওয়ায় তারা সরকারের এই পদক্ষেপের প্রশংসা করেন।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মাহবুবুল আলম জানান, “জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ চলাকালীন এই ধরনের গ্রামীণ ক্যাম্পেইন আয়োজনের মাধ্যমে আমরা প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বদ্ধপরিকর। পশুর রোগমুক্তির মধ্য দিয়েই দেশের প্রাণিসম্পদ সেক্টরের উন্নতি সম্ভব।”
এই ক্যাম্পেইনটি স্থানীয় খামারিদের মধ্যে প্রাণিস্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে এবং সুস্থ পশুপালনের গুরুত্ব তুলে ধরতে বিশেষ ভূমিকা রাখবে।
এ সময় উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. জান্নাতুল মাওয়া, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. মোশাররফ হোসেনসহ ভেটেরিনারি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট, লাইভস্টক ফিল্ড অ্যাসিস্ট্যান্ট এবং লাইভস্টক সার্ভিস প্রোভাইডার প্রমুখ উপস্থিত ছিলেন।