ঢাকা রোববার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে রিকশার ধাক্কায় আহত শিক্ষকের মৃত্যু

সিরাজগঞ্জে রিকশার ধাক্কায় আহত শিক্ষকের মৃত্যু

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার আলমপুর চৌরাস্তা বাজারে অটোরিকশার ধাক্কায় আহত মোটরসাইকেল আরোহী স্কুল শিক্ষক তৌহিদুল ইসলাম সম্রাট (৩২) মারা গেছেন।

তিনি একই এলাকার চরভানুডাঙ্গা গ্রামের শাহজাহান আলীর ছেলে এবং স্থানীয় হাই স্কুলের শিক্ষক ছিলেন।

কাজিপুর থানার ওসি নূরে আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আলোকিত বাংলাদেশকে জানান, ওই শিক্ষক মঙ্গলবার রাতে বাড়ি থেকে মোটরসাইকেলযোগে আলমপুর চৌরাস্তা বাজারে যাচ্ছিলেন। উল্লেখিত স্থানে রাস্তার পাশে মোটরসাইকেল থামিয়ে ওই মোটরসাইকেলের সিটের ওপর অবস্থান করছিলেন তিনি। এ সময় যাত্রীবাহী একটি অটোরিকশা পেছন থেকে তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ওই শিক্ষক গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে রাতেই তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার মধ্যরাতে তিনি মারা যান। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

সিরাজগঞ্জ,রিকশার ধাক্কা,আহত,শিক্ষকের মৃত্যু
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত