ঢাকা সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

সাতক্ষীরায় সেনাবাহিনীর অভিযানে মাদক ব্যবসায়ী আটক, মাদকদ্রব্য জব্দ

সাতক্ষীরায় সেনাবাহিনীর অভিযানে মাদক ব্যবসায়ী আটক, মাদকদ্রব্য জব্দ

সাতক্ষীরার আশাশুনিতে সেনাবাহিনীর অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী ডালিমকে আটক করা হয়েছে।

বুধবার (২৬ নভেম্বর) দিবাগত রাতে আশাশুনি ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট আসেফ আহসান চৌধুরীর নেতৃত্বে এক অভিযানে তাকে আটক করা হয়। এসময় ৪০ পিস ইয়াবা ট্যাবলেট, ২ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও একটি অবৈধ মাদক ওজন মেশিন জব্দ করা হয়।

আটক মাদক ব্যবসায়ী মো. কায়ুম হোসেন (ডালিম) উপজেলার বুধহাটা ইউনিয়নের শেতপুর গ্রামের মৃত আবুল হোসেন ঢালীর পুত্র।

ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট আসেফ আহসান চৌধুরী সাংবাদিকদের জানান, ডালিম দীর্ঘদিন ধরে আশাশুনি উপজেলা থেকে জেলা পর্যায় পর্যন্ত মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল এবং এলাকায় আতঙ্ক সৃষ্টি করছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে নিখুঁত পরিকল্পনা করে রাতের অন্ধকারে অভিযান পরিচালনা করে তাকে হাতেনাতে আটক করতে সক্ষম হয়েছি।

তিনি আরো জানান, জব্দকৃত মাদকদ্রব্যসহ আটক আসামিকে আশাশুনি থানায় হস্তান্তর করা হয়েছে।

সাতক্ষীরা,সেনাবাহিনী,মাদক ব্যবসায়ী,আটক
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত