ঢাকা সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

সাটুরিয়ায় বিনামূল্যে ঢেউটিন ও গৃহমঞ্জুরীর চেক বিতরণ

সাটুরিয়ায় বিনামূল্যে ঢেউটিন ও গৃহমঞ্জুরীর চেক বিতরণ

সাটুরিয়ায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নের সাটুরিয়া উপজেলায় বিনামূল্যে ঢেউটিন ও গৃহমঞ্জুরীর চেক বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুর ৩টার দিকে উপজেলা চত্বরে আনুষ্ঠানিকভাবে টিন ও চেক বিতরণ করেন মানিকগঞ্জের নতুন জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হোসেন-এর সভাপতিত্বে ও সাটুরিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার খলিলুর রহমান মুল্যার সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুছ খান মজলিশ মাখন, সাধারণ সম্পাদক আবুল বাশার সরকার, সাটুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মৌমিতা গুহ ইভা, জামায়াতের আমির আবু সাইদ, অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক মো. ইউসুফ-সহ বিভিন্ন দপ্তর প্রধানগণ।

সাটুরিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের অফিস সহকারী মিজানুর রহমান বলেন, সাটুরিয়ার বিভিন্ন সময়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত, দুস্থ ও অসহায় পরিবার এবং বিভিন্ন ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের ৫২টি পরিবারের মাঝে ১১২ ভান ঢেউটিন এবং গৃহমঞ্জুরী বাবদ ৩ লাখ ৩৬ হাজার টাকার চেক বিতরণ করা হয়।

সাটুরিয়া,ঢেউটিন,গৃহমঞ্জুরী,চেক বিতরণ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত