ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

বাসচাপায় নাতনির মৃত্যুর কয়েক ঘণ্টা পর মারা গেলেন নানি

বাসচাপায় নাতনির মৃত্যুর কয়েক ঘণ্টা পর মারা গেলেন নানি

চাঁদপুরের হাজীগঞ্জে পদ্মা ট্রান্সপোর্টের বাসচাপায় ছয় বছরের শিশু মার্জিয়া নিহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তার নানি নাজমা বেগমও।

বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে উপজেলার পশ্চিম বাজার শেরাটন হোটেল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর স্থানীয়রা নানি–নাতনিকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশু মার্জিয়াকে মৃত ঘোষণা করেন। নাজমা বেগমকে প্রাথমিক চিকিৎসা দিয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহমেদ তানভীর হাসান বলেন, “হাসপাতালে শিশু মার্জিয়াকে মৃত অবস্থায় পেয়েছি। নাজমা বেগমকে প্রাথমিক চিকিৎসা দিয়ে কুমিল্লায় পাঠানো হয়। সকালে শুনেছি তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।”

শিশু মার্জিয়ার নানা মনির হোসেন জানান, রাতে স্ত্রী নাজমা বেগম ও নাতনি মার্জিয়াকে নিয়ে তারা বাজারে গিয়েছিলেন। ফেরার পথে হাজীগঞ্জ পশ্চিম বাজারস্থ শেরাটন হোটেলের সামনে দিয়ে সড়ক পার হওয়ার সময় পূর্ব দিক থেকে আসা চাঁদপুরগামী দ্রুতগতির বাসটি তাদের চাপা দেয়।

দুর্ঘটনার পর স্থানীয়রা বাসটি আটক করেন এবং চালক আব্দুল হান্নানকে পুলিশের হাতে তুলে দেন। আটক চালক দাবি করেন, তিনি প্রকৃতপক্ষে সুপারভাইজার, ড্রাইভিং করার সময় মনোযোগ অন্যদিকে ছিল।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বলেন, “ঘাতক বাস ও দুটি মরদেহ পুলিশি হেফাজতে রয়েছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

নিহত মার্জিয়ার বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার বিগা ডালি গ্রামে। নাজমা বেগম ফরিদগঞ্জ উপজেলার সুবিদপুর ইউনিয়নের বড় হাজী বাড়ির বাসিন্দা।

বাসচাপা,নাতনি,মৃত্যু,নানি,হাজীগঞ্জ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত