ঢাকা সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

কুড়িগ্রামে বৃদ্ধের রহস্যজনক মৃত্যু

কুড়িগ্রামে বৃদ্ধের রহস্যজনক মৃত্যু

কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী সদর ইউনিয়নের কুড়ি চন্দ্রখানা গ্রামে মফিজ উদ্দিন (৬৩) নামে এক বৃদ্ধের রহস্যজনক মৃত্যু হয়েছে।

জানা গেছে, মফিজ উদ্দিন বেশ কিছু দিন ধরে মানসিক রোগে ভুগছিলেন। তিনি পানি দেখলে খুব ভয় পেতেন। ১৫-২০ দিন পর একদিন গোসল করলেও মাথায় পানি দিতেন না।

মৃত মফিজ উদ্দিনের ছেলে সুজন মিয়া ঢাকা মিরপুর-১ এ নাপিতের কাজ করতো। গত বুধবার, ২৬ নভেম্বর বিকেলে সুজন মিয়া তার ৩-৪ জন বন্ধুকে ডেকে নিয়ে তার বাবা মফিজ উদ্দিনকে জোর করে নদীতে নিয়ে গিয়ে চুবিয়ে চুবিয়ে গোসল করায়। পানিতে অতিরিক্ত চুবানোর ফলে এক পর্যায়ে সেখানেই ওই বৃদ্ধের মৃত্যু ঘটে বলে সন্দেহ localদের।

এই খবরে ফুলবাড়ী থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন শেষে মৃত ব্যক্তির দাফন-কাপনের নির্দেশ দেয়। কিন্তু কিছুক্ষণ পর পুলিশ তাদের সোর্সের মাধ্যমে জানতে পারে, এটি রহস্যজনক মৃত্যু। তখন ফুলবাড়ী থানা পুলিশ আবার ঘটনাস্থলে গিয়ে মৃত ব্যক্তির লাশ ময়নাতদন্তের জন্য কুড়িগ্রামে পাঠায়।

এ বিষয়ে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ শওকত আলী সরকার জানান, প্রথমে পরিবারের সঙ্গে কথা বলার পর মনে হয়েছিল স্বাভাবিক মৃত্যু হয়েছে। পরে স্থানীয়দের সন্দেহের বিষয়ে সোর্স মারফত জানা যায়। লাশ ময়নাতদন্তের পর রিপোর্ট আসলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।

রহস্যজনক মৃত্যু,কুড়িগ্রামে বৃদ্ধ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত