ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রোগমুক্তির জন্য নোয়াখালীতে দোয়া

প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রোগমুক্তির জন্য নোয়াখালীতে দোয়া

নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও দলের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহাজাহান বলেছেন, সারাদেশের তুলনায় নোয়াখালীতে পরিচ্ছন্ন রাজনৈতিক চর্চা রয়েছে। সেই ধারা অব্যাহত রাখতে তিনি কাজ করতে চান।

শনিবার সকালে নোয়াখালী প্রেসক্লাবে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় দোয়া ও মোনাজাত এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এলাকার শান্তি-শৃঙ্খলা উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে নোয়াখালী-৪ আসনে মনোনীত পদপ্রার্থী মোহাম্মদ শাহাজাহান এসব কথা বলেন।

এছাড়া সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে সাংবাদিক, রাজনীতিবিদ ও উপস্থিত সকলকে নিয়ে দোয়া মোনাজাত করা হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো, সদস্য সচিব হারুনুর রশীদ আজাদ, যুগ্ম আহ্বায়ক এডভোকেট জাকারিয়া, সাবেক জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট আবদুর রহমান, জেলা-উপজেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

নোয়াখালীতে দোয়া,খালেদা জিয়া রোগমুক্তির জন্য
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত