
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ‘জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৫’ উপলক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে এ সভা অনুষ্ঠিত হয়।
প্রাণিসম্পদ খাতের টেকসই উন্নয়নে তরুণ ও নারী উদ্যোক্তা এবং সংশ্লিষ্ট অংশীজনদের সুচিন্তিত ভাবনা জানতে এই সভার আয়োজন করা হয়।
শুরু হওয়া এই সভায় উপজেলার সফল খামারি, বিশেষ করে তরুণ ও নারী উদ্যোক্তারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। তারা প্রাণিসম্পদ পালনে তাদের অভিজ্ঞতা, বিদ্যমান সমস্যা ও আগামীর সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।
উপজেলা প্রাণিসম্পদ দপ্তর সূত্র জানায়, জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষ্যে আয়োজিত এ মতবিনিময় সভার লক্ষ্য ছিল তৃণমূলের অংশীজনদের সরাসরি অংশগ্রহণে স্থানীয় প্রাণিসম্পদ উন্নয়নে একটি বাস্তবসম্মত কর্মপরিকল্পনা তৈরি করা।