ঢাকা শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে ২ শহীদ পরিবারকে জেলা প্রশাসকের সহায়তা

সিরাজগঞ্জে ২ শহীদ পরিবারকে জেলা প্রশাসকের সহায়তা

সিরাজগঞ্জে জুলাই অভ্যুত্থানে ২ শহীদ পরিবারের খোঁজখবর নেন নবাগত জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম এবং তাদের হাতে আর্থিক সহায়তা ও খাদ্যসামগ্রী তুলে দেন। এ সহায়তায় শহীদ পরিবারের সদস্যরা জেলা প্রশাসকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সোমবার দুপুরে তিনি সিরাজগঞ্জ পৌর এলাকার গয়লা মহল্লার সুমন ও শহীদ লতিফের শহীদ ২ পরিবারের বাড়িতে গিয়ে তাদের খোঁজ নেন এবং সহযোগিতার আশ্বাস দেন।

এ সময় জেলা প্রশাসক বলেন, “দেশের জন্য জুলাই অভ্যুত্থানে প্রাণ দিয়েছেন অনেকে। তাদের পরিবারের প্রতি আমাদের সবার যথেষ্ট দায়িত্ব রয়েছে।”

এ সময় উপজেলা নির্বাহী অফিসার মো. মনোয়ার হোসেন, জেলা প্রশাসনের বিভিন্ন দফতরের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসকের সহায়তা,২ শহীদ পরিবার,সিরাজগঞ্জ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত