
কিশোরগঞ্জে শিয়ালের কামড়ে দুই বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত শিশুর স্বজন ও এলাকাবাসী জানান, একা পেয়ে বাড়ির উঠান থেকে শিশুটিকে তুলে নিয়ে যায় শিয়াল। পরে খোঁজাখুঁজির সময় পাশের জঙ্গলে তার ক্ষতবিক্ষত মরদেহ দেখতে পান তারা।
সোমবার (১ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে সদর উপজেলার বৌলাই ইউনিয়নের উত্তর রাজকুন্তী পুঁথিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শিশু হুমাইরা আক্তার ওই গ্রামের অটোরিকশাচালক হুমায়ুন কবিরের মেয়ে। হুমায়ুন কবির নিজেই মেয়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সন্ধ্যায় হুমাইরা তার চাচা গোলাম মোস্তফার ঘর থেকে খেলাধুলা করে নিজের ঘরে ফিরছিল। এরপর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। কিছুক্ষণ পরে বাড়ির পাশের জঙ্গলে হুমাইরার ক্ষতবিক্ষত মরদেহ দেখতে পান এলাকাবাসী। এসময় কয়েকটি শিয়ালকে পাশ দিয়ে দৌড়ে যেতে দেখা যায়।
শিশুটির খালা নাসিমা আক্তার জানান, হুমাইরার পুরো শরীর জুড়েই শিয়ালের কামড়ের ক্ষত ছিল। শরীরের অনেকটা অংশ শিয়াল খেয়ে ফেলেছে বলেও তিনি উল্লেখ করেন।
এর আগে চলতি বছরের ১৯ মার্চ সন্ধ্যায় পাশ্ববর্তী তেরহাসিয়া গ্রামের মো. লিংকনের দুই বছর বয়সী ছেলে মো. আরাফকেও বাড়ির উঠান থেকে টেনে নিয়ে যায় শিয়াল। পরে পাশের জঙ্গলে তার ক্ষতবিক্ষত মরদেহ পাওয়া যায়। মরদেহের পাশে তখনও শিয়াল দাঁড়িয়ে ছিল।
কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। এ বিষয়ে প্রয়োজনীয় প্রক্রিয়া চলছে।