
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার চাঞ্চল্যকর নারী ইউপি সদস্য হত্যা মামলার আসামি স্বামী আব্দুল আলিমকে (৪৫) গ্রেপ্তার করেছে র্যাব-১২। তিনি রতনকান্দি উত্তরপাড়া গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে।
র্যাব-১২-এর কোম্পানি কমান্ডার (অতিরিক্ত পুলিশ সুপার) দীপংকর ঘোষ এক প্রেস বিজ্ঞপ্তিতে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৮ নভেম্বর সকালে ওই নারী ইউপি সদস্যের নিজ ঘরে তার লাশ পড়ে থাকতে দেখে প্রতিবেশীরা। ঘটনার পরপরই তার স্বামীসহ পরিবারের অন্য সদস্যরা পালিয়ে যায়।
নিহত নারী হাবিবুল্লাহ নগর ইউনিয়ন পরিষদের ১, ২ ও ৩ নম্বর সংরক্ষিত নারী ওয়ার্ডের ইউপি সদস্য ছিলেন।
ঘটনার দিন দুপুরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে। এ ঘটনায় নিহতের বাবা হানিফ সরকার বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় হত্যা মামলা করেন। মামলার পর র্যাব-১২ আসামি গ্রেপ্তারে অভিযান শুরু করে।
গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে সলঙ্গা থানার হরিণচড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে প্রধান আসামি স্বামী আব্দুল আলিমকে গ্রেপ্তার করা হয়।