ঢাকা শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে বকনা গরু বিতরণ

সিরাজগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে বকনা গরু বিতরণ

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সমতলে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে লক্ষ্যে ১১২ জন সুফলভোগীর মাঝে বকনা গরু বিতরণ করা হয়েছে।

প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় বুধবার দুপুরে উপজেলা প্রাণিসম্পদ অফিস চত্বরে এ গরু ও ওষুধ বিতরণ করা হয়।

উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ গরু বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদ রানা।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (রায়গঞ্জ সার্কেল) মো. সাইফুল ইসলাম খান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আমিনুল ইসলাম, সিনিয়র মৎস্য কর্মকর্তা শরিফুল ইসলাম, ওসি মাসুদ রানা, উপজেলা যুবদল সভাপতি আ. রাজ্জাক রানা প্রমুখ।

এর আগে, প্রধান অতিথি ও বিশেষ অতিথিগণ আনুষ্ঠানিকভাবে সুফলভোগীদের হাতে বকনা গরু বিতরণ করেন।

বকনা গরু পেয়ে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সদস্যরা সন্তোষ প্রকাশ করেন।

বকনা গরু বিতরণ,ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে,সিরাজগঞ্জ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত