ঢাকা শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

দুর্গাপুরে আন্তর্জাতিক-জাতীয় প্রতিবন্ধী দিবস উদযাপন

দুর্গাপুরে আন্তর্জাতিক-জাতীয় প্রতিবন্ধী দিবস উদযাপন

নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের সহযোগিতায় এবং বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাসের আয়োজনে ৩৪তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৭তম জাতীয় প্রতিবন্ধী দিবস বর্ণাঢ্য আয়োজনে পালন করা হয়েছে।

বুধবার (৩ ডিসেম্বর) নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপিত হয়।

সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়। ডিসি কমিটির সভাপতি মো. নুরুল ইসলামের সভাপতিত্বে এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজা আফসানা।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার মাসুল তালুকদার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জহুরুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি তোবারক হোসেন খোকন, সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ, সাংবাদিক সমিতির সাবেক সভাপতি দিলোয়ার হোসেন তালুকদার, সাংবাদিক রাজেশ গৌড়, শান্ত তালুকদার, কলি হাসান এবং কারিতাস প্রতিনিধি পলিসন রাংসা।

বক্তারা বলেন, “প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়; তাঁদের স্বাভাবিকভাবে বেঁচে থাকার অধিকার রয়েছে। আর্থসামাজিক কর্মকাণ্ডে তাদের সম্পৃক্ত করতে হবে। সমাজের প্রতিটি মানুষকে প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতি সহযোগিতা ও সহমর্মিতা দেখাতে হবে।”

এসময় বক্তারা এমন উদ্যোগ নেওয়ার জন্য কারিতাসকে ধন্যবাদ জানান। আলোচনা শেষে প্রতিবন্ধীদের হুইলচেয়ার প্রদানের ঘোষণা দেন ইউএনও আফরোজা আফসানা।

উদযাপন,প্রতিবন্ধী দিবস,দুর্গাপুর
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত