ঢাকা শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে পরকীয়া প্রেমিককে পিটিয়ে হত্যা, ২ ভাই গ্রেপ্তার

সিরাজগঞ্জে পরকীয়া প্রেমিককে পিটিয়ে হত্যা, ২ ভাই গ্রেপ্তার

সিরাজগঞ্জ তাড়াশ উপজেলার দেশীগ্রামে পরকীয়া প্রেমের ঘটনায় যুবক আয়নালকে পিটিয়ে ও পাথরের আঘাতে হত্যা করা হয়েছে। এ নির্মম হত্যাকাণ্ডের ঘটনায় প্রেমিকার দুই ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ।

তারা হলেন— ওই গ্রামের জামিরুল ইসলাম (৩৫) ও তার ভাই নুর ইসলাম স্বপন (৩২)।

তাড়াশ থানার ওসি জিয়াউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আলোকিত বাংলাদেশকে জানান, আয়নাল শেখের (৩০) সঙ্গে একই গ্রামের বাহের আলীর মেয়ের পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে ওঠে দীর্ঘদিন ধরে। এ প্রেমের ঘটনা জানার পর প্রেমিককে বার বার নিষেধ করে প্রেমিকার পরিবারের লোকজন। বুধবার প্রেমিকার বাড়ির দিকে যাচ্ছিল প্রেমিক এবং প্রেমিকার বাবা ও ২ ছেলে তার পথরোধ করে নিষেধ করে। এ নিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ে প্রেমিকার বাবা বাহের আলী ও তার ২ ছেলে তাকে পাথরের আঘাত ও পিটিয়ে গুরুতর জখম করে। এ সংবাদে পুলিশ ও স্থানীয়রা তাকে উদ্ধার করে তাড়াশ উপজেলা হাসপাতালে ভর্তি করে এবং সেখানে তার অবস্থার অবনতি ঘটলে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয় এবং ওইদিন রাতেই তাকে ওই হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোরে মারা যায় আয়নাল শেখ। এ ঘটনায় পুলিশ দুপুরে এলাকায় অভিযান চালিয়ে উল্লেখিত দুইজনকে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

এদিকে এমন ঘটনায় এলাকায় ব্যাপক শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

সিরাজগঞ্জ,পরকীয়া প্রেমিক,পিটিয়ে হত্যা,গ্রেপ্তার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত