ঢাকা শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

দেশে বড় ধরনের কোনো সংকট না হলে ফেব্রুয়ারিতেই নির্বাচন: রিজভী

দেশে বড় ধরনের কোনো সংকট না হলে ফেব্রুয়ারিতেই নির্বাচন: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দেশে বড় ধরনের কোনো সংকট তৈরি না হলে বা বিপর্যস্তকর কোনো পরিস্থিতির সৃষ্টি না হলে আসন্ন রমজানের আগেই ফেব্রুয়ারিতে সরকার নির্বাচনের যে রোড ম্যাপ ঘোষণা করেছে বিএনপি সে পথে নির্বাচনের জন্য সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করে রেখেছে।

শুক্রবার (৫ ডিসেম্বর) দুপুরে তার গ্রামের বাড়ি কুড়িগ্রামের সরদার পাড়া জামে মসজিদে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার প্রসঙ্গে তিনি বলেন, তারেক রহমান গণমানুষের নেতা, তার মায়ের অসুস্থতার কথা বিবেচনা করে উপযুক্ত সময়ে তার নিজের সিদ্ধান্তে তিনি দেশে ফিরবেন। এটা তাদের পারিবারিক ব্যাপার।

দলের মনোনয়ন নিয়ে বিভিন্ন জেলায় সৃষ্ট পরিস্থিতি ও মতবিরোধ প্রসঙ্গে রিজভী আহমেদ বলেন, নির্বাচন চলমান হলে দলের নির্দেশে সবাই ধানের শীষের হয়ে একযোগে কাজ করবে।

এ সময় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান হাসিব, সফিকুল ইসলাম বেবু, ড্যাবের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ডা. ইউনুছ আলীসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিলের আগে আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় এতিমখানা ও দরিদ্রদের মাঝে খাবার বিতরণ করা হয়।

সংকট,ফেব্রুয়ারি,নির্বাচন,রিজভী
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত