ঢাকা শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

শার্শায় বিপুল পরিমাণ ভারতীয় নতুন মাদক কফ সিরাপ জব্দ

শার্শায় বিপুল পরিমাণ ভারতীয় নতুন মাদক কফ সিরাপ জব্দ

যশোরের শার্শায় পৃথক অভিযানে ভারতীয় তৈরি ১১৭ বোতল এস্কাফ সিরাপ এবং ৪৮০ বোতল WINCEREX সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এসময় কোনো পাচারকারীকে আটক করা সম্ভব হয়নি।

শনিবার (৬ ডিসেম্বর) সকালে কায়বা ও গোগা সীমান্ত এলাকায় এসব সিরাপ জব্দ করা হয়।

বিজিবি জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকপাচার রোধে দীর্ঘদিন ধরে কঠোর নজরদারি ও টহল বাড়ানো হয়েছে। এরই ধারাবাহিকতায় শনিবার সকালে ১১৭ ও ৪৮০ বোতল কফ সিরাপ জব্দ করা হয়।

২১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার জানান, জব্দ করা সিরাপগুলো ব্যাটালিয়ন সদর দপ্তরে আনা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে।

তিনি আরও জানান, দেশের সীমান্ত এলাকায় মাদকসহ সকল ধরনের চোরাচালান বন্ধে বিজিবি সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে। জনগণের সহযোগিতা ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

বিজিবির ধারাবাহিক অভিযানে সীমান্ত এলাকায় মাদকচক্রের কার্যক্রম উল্লেখযোগ্যভাবে ব্যাহত হচ্ছে বলে জানা গেছে।

কফ সিরাপ জব্দ,শার্শায় বিপুল পরিমাণ,ভারতীয় নতুন মাদক কফ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত