ঢাকা শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

হাজীগঞ্জে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া-মাহফিল

হাজীগঞ্জে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া-মাহফিল

হাজীগঞ্জে সামাজিক ও মানবিক সংগঠন ‘স্বপ্ন মানবিক ফাউন্ডেশন’-এর উদ্যোগে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা, নেক হায়াত ও রোগমুক্তি কামনায় দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় হাজীগঞ্জ ৫ নং সদর ইউনিয়নের দোয়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এই দোয়া-মাহফিলে পবিত্র কোরআন মাজিদ থেকে তেলাওয়াত, নাতে রাসূল (সা.) পরিবেশন এবং বিশেষ মোনাজাত করা হয়।

দোয়া-মোনাজাতে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করা হয়। একই সঙ্গে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোসহ বিএনপির প্রয়াত নেতাকর্মীদের মাগফিরাত, অসুস্থদের সুস্থতা, দীর্ঘায়ু এবং ইঞ্জিনিয়ার মমিনুল হকের সফলতা কামনা করে মোনাজাত পরিচালনা করেন দোয়ালিয়া পশ্চিম পাড়া বাইতুল মামুর জামে মসজিদের খতিব ও পেশ ইমাম মাওলানা জহিরুল ইসলাম।

এর আগে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও দোয়া-মাহফিল পরিচালনা করেন দোয়ালিয়া পোদ্দারবাড়ি জামে মসজিদের খতিব ও পেশ ইমাম মাওলানা মাহবুবুর রহমান এবং দোয়ালিয়া আল-আমিন জামে মসজিদের খতিব ও পেশ ইমাম মাওলানা নেছার আহমেদ।

স্থানীয় মাদরাসার শিশু শিক্ষার্থীরা নাতে রাসূল (সা.) ও ইসলামী সংগীত পরিবেশন করে অনুষ্ঠানে অংশ নেন।

দোয়া-মাহফিলে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম. এ রহিম পাটওয়ারী আবেগাপ্লুত কণ্ঠে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সবার কাছে দোয়া চান। উপস্থিত ছিলেন আলেম-ওলামা, স্থানীয় বাসিন্দা, বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. আনিসুর রহমান পাটওয়ারী কানু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক ও ইউপি সাবেক চেয়ারম্যান বিল্লাল হোসাইন বেলাল, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোস্তফা কামাল সর্দার, কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সভাপতি সৈয়দ মুজাম্মেল হক শাহিন, ছাত্রদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-সভাপতি নিজাম উদ্দিন রিপন, স্বপ্ন মানবিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মনির হোসেন বুলবুল ও সদস্য আবু সুফিয়ান।

ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি শাহ ইমরান এনামের সভাপতিত্বে এবং ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি খোরশেদ আলমের সঞ্চালনায় দোয়া-মাহফিলে উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবদল (পূর্ব) সিনিয়র সভাপতি সাইফুল ইসলাম মীর, সাধারণ সম্পাদক হাসান মাহমুদ, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক এসএম ফয়সাল হোসাইনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

এছাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি মারুফ হাজী, ছাত্রদলের সভাপতি জহির হোসেন, সিনিয়র সহ-সভাপতি ফয়সাল হোসেন, আব্দুল মালেক, এমদাদুল হক ইমু, জাকির হোসেন, সোহেল আহমেদ, হাফেজ মহিন উদ্দিনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং স্বপ্ন মানবিক ফাউন্ডেশনের সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ হয়ে গত ২৩ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর সুস্থতা কামনায় হাজীগঞ্জের বিভিন্ন স্থানে প্রতিনিয়ত দোয়া-মাহফিল অনুষ্ঠিত হচ্ছে।

দোয়া-মাহফিল,খালেদা জিয়ার সুস্থতা কামনা,হাজীগঞ্জ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত