
যমুনা সেতু পশ্চিমপাড় সংযোগ মহাসড়কের সিরাজগঞ্জ সদর উপজেলার কড্ডার মোড় এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৪৩ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
তারা হলো—সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার মৌলভীপাড়া গ্রামের রেজাউল করিম (৪০), কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার নয়াবাড়ি গ্রামের পিকআপ চালক মাসুদ রানা (২৭) এবং একই উপজেলার বানিয়াটারী গ্রামের মামুন মিয়া (২৬)।
শনিবার দুপুরে সদর থানায় পুলিশের এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করা হয়।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. হাফিজুর রহমান জানান, ভোরে কুড়িগ্রাম থেকে আসা একটি পিকআপ গাড়ি কড্ডার মোড় এলাকায় সড়কের ওপর গাঁজা নিয়ে বিক্রয়ের জন্য অবস্থান করছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে নবাগত পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতুর বিপিএম (বার)–এর নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. নাজরান রউফের নেতৃত্বে সদর থানার ওসি মোখলেছুর রহমান, ইন্সপেক্টর (তদন্ত) আহসানুজ্জামানসহ পুলিশের একটি চৌকস টিম গঠন করা হয়।
গঠিত টিম তাৎক্ষণিকভাবে উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে পিকআপ গাড়িসহ তিনজনকে গ্রেফতার করে। তবে বেশ কয়েকজন বিশেষ কৌশলে পালিয়ে যায়। জনসম্মুখে পিকআপটি তল্লাশি চালিয়ে ৪৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে এ অবৈধ মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।