
সিরাজগঞ্জের কামারখন্দে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে মজনু (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার রাত সাড়ে ১১টায় সিরাজগঞ্জ-ঈশ্বরদী রেলপথের কামারখন্দ উপজেলার জামতৈল রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে।
নিহত মজনু সিরাজগঞ্জ সদর উপজেলার কান্দাপাড়া গ্রামের আব্দুল মজিদের ছেলে।
জিআরপি থানার ওসি দুলাল উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আলোকিত বাংলাদেশকে জানান, শনিবার রাত সাড়ে ১১টায় দ্রুতযান এক্সপ্রেস ট্রেন ঢাকা থেকে পঞ্চগড় যাচ্ছিল। এ সময় ট্রেনটি ওই রেলওয়ে স্টেশনে থামার আগেই ওই যুবক নামার চেষ্টা করে এবং সে ট্রেন থেকে পড়ে গিয়ে মাথা ও দুই পায়ে গুরুতর জখম হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে রাতেই সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে এবং সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়।
পুলিশ তার লাশ উদ্ধার করে থানায় আনে এবং কোনো অভিযোগ না থাকায় রোববার সকালে তার লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।