ঢাকা মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে গো-খামারে অগ্নিকান্ডে ৫ গরু পুড়ে মৃত্যু

সিরাজগঞ্জে গো-খামারে অগ্নিকান্ডে ৫ গরু পুড়ে মৃত্যু

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার রসুলপুর মাঠপাড়া গ্রামে কৃষক আব্দুর রাজ্জাকের গো খামার ঘরে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এ অগ্নিকান্ডে ৫টি গরু পুড়ে মারা গেছে। এতে খামার ঘর ও গরুসহ বিপুল টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উক্ত গ্রামের ওই কৃষকের গো খামার ঘরে গাভীসহ ৮–৯টি গরু ছিল। সোমবার প্রায় মধ্যরাতে গো খামারে অগ্নিকান্ড ঘটে। এ সময় খামার পরিবারের লোকজনের চিৎকারে গ্রামবাসী ঘটনাস্থলে এসে আগুন নিভাতে ব্যর্থ হয়।

আগুনের লেলিহান ছড়িয়ে পড়ে তার ভাই আসাদুজ্জামানের খামারেও। পরে দ্রুত কামারখন্দ উপজেলা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এই অগ্নিকান্ডে দুই ভাইয়ের ৫টি গরু পুড়ে মারা যায় এবং ২টি গরু গুরুতর আহত হয়।

এ বিষয়ে ওই ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার হাসান আলী বলেন, প্রায় ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে ধারণা করা হচ্ছে, বিদ্যুৎ শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত ঘটেছে।

৫ গরু পুড়ে মৃত্যু,গো-খামারে অগ্নিকান্ড,সিরাজগঞ্জ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত