
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার সোনামুখি এলাকায় ইসলামী জলসায় বক্তব্য প্রদানের ঘটনায় বিএনপি-জামায়াত মনোনীত এমপি প্রার্থীর সমর্থকদের মধ্যে হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় দলের কমপক্ষে ১৩ জন আহত হয়েছে। এ ঘটনা নিয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
কাজিপুর থানার ওসি শাহ এনায়েতুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আলোকিত বাংলাদেশকে বলেন, উক্ত উপজেলার সোনামুখি ইউনিয়নের স্থলবাড়ি মেফতাহুল উলুম কওমি মাদ্রাসায় ইসলামী জলসা আয়োজন করা হয়।
সোমবার রাত ১০টায় এই জলসায় সিরাজগঞ্জ-১ (কাজিপুর ও সদরের একাংশ) আসনের বিএনপির মনোনীত এমপি প্রার্থী সেলিম রেজা প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিয়ে মঞ্চ ত্যাগ করেন।
পরে প্রধান অতিথি হিসেবে একই আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী মাওলানা শাহিনুর আলম মঞ্চে ওঠার সময় বাঁধার সৃষ্টি হয়।
সেখান থেকে ফেরার পথে জামায়াতের গাড়ীর বহরে হামলার ঘটনা ঘটে। এতে উভয় দলের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। কমপক্ষে ১৩ জন আহত হয়, যার মধ্যে ৫ জনকে হাসপাতালে ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন ও টহল জোরদার করা হয়েছে।
এদিকে ঘটনার প্রতিবাদে জামায়াতের নেতাকর্মীরা মঙ্গলবার সকালে বিক্ষোভ মিছিল বের করে শহর প্রদক্ষিণ করেন এবং বিক্ষোভ মিছিল শেষে জেলা জামায়াত কার্যালয় চত্বরে জমায়েত হয়।
জেলা জামায়াতের সেক্রেটারি জাহিদুল ইসলাম বলেন, দ্রুত ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করা না হলে পরবর্তীতে কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।
বিএনপির প্রার্থী ও উপজেলা বিএনপির সভাপতি সেলিম রেজা বলেন, এই হামলার সঙ্গে বিএনপির নেতাকর্মীরা জড়িত নন। জামায়াতের নেতাকর্মীরা বহিরাগত ও আওয়ামী লীগের নেতাকর্মী নিয়ে মিছিল করে জলসা মঞ্চে উপস্থিত হন।
বিষয়টি স্থানীয়রা খারাপভাবে নেওয়ায় তাৎক্ষণিকভাবে জলসা বন্ধ করা হয়। পরে সবাইকে সঙ্গে নিয়ে আবারো জলসা শুরু করা হয়।