
চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নে মাদরাসা যাওয়ার পথে বাসচাপায় মো. মাহফুজ (৮) নামে শিশু নিহত হয়েছেন।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের মহামায়া বাজারের পশ্চিম পাশে রাঢ়িবাড়ির সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু মাহফুজ শাহমাহমুদপুর ইউনিয়নের টাহরখিল গ্রামের পাটোয়ারী বাড়ির হাফেজ মঈনুল ইসলামের ছেলে। সে স্থানীয় একটি মাদরাসায় পড়তো।
স্থানীয়রা জানান, ভোর ৬টার দিকে মায়ের সঙ্গে মাদরাসায় যাচ্ছিল শিশু মাহফুজ। পথে সৌদিয়া পরিবহনের একটি বাস শিশুটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে স্থানীয়রা প্রায় আধা ঘণ্টা চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে রাখেন।
শিশুটির বাবা মঈনুল ইসলাম বলেন, বাসটি বেপরোয়া গতিতে এসে তার ছেলেকে চাপা দিয়ে পালিয়ে যায়।
শাহমাহমুদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান স্বপন মাহমুদ বলেন, শিশুটি যদি পরিবার আইনগত সহযোগিতা চায়, আমরা তাদের সহায়তা করব।
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ জানান, শিশু পরিবারের লোকজন থানায় এসেছে, তবে তারা কোনো অভিযোগ করেননি। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম)-এর নিকট আবেদন করে ময়নাতদন্ত ছাড়া শিশুর মরদেহ নিয়ে যাওয়া হয়েছে।