ঢাকা বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

ঈশ্বরদীতে দুইটি অবৈধ আগ্নেয়াস্ত্রসহ যুবক গ্রেপ্তার

ঈশ্বরদীতে দুইটি অবৈধ আগ্নেয়াস্ত্রসহ যুবক গ্রেপ্তার

পাবনার ঈশ্বরদীতে অভিযান চালিয়ে দুইটি অবৈধ আগ্নেয়াস্ত্রসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পাবনা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (১০ ডিসেম্বর) রাতে পাকশী ইউনিয়নের দিয়াড় বাঘইল ক্লাবমোড় এলাকায় অভিযান পরিচালিত হয়।

গ্রেপ্তারকৃত যুবকের নাম হোসাইন মোহাম্মদ জিৎ (১৯)। তিনি ওই এলাকার লালু মালিথার ছেলে। অভিযান চলাকালে তার বসতবাড়ি তল্লাশি করে একটি ওয়ান শুটারগান ও দশ চেম্বারবিশিষ্ট একটি রিভলভার উদ্ধার করা হয়।

ডিবি সূত্র জানায়, পাবনা জেলা পুলিশ সুপার আনোয়ার জাহিদের দিকনির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মশিউর রহমান মন্ডল ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) রেজিনুর রহমানের তত্ত্বাবধানে অভিযান পরিচালিত হয়েছে।

ডিবি ইনচার্জ রাশিদুল ইসলামের নেতৃত্বে এসআই অসিত কুমার বসাক, এসআই বেনু রায়, পিপিএম, এসআই আব্দুল লতিফসহ ডিবির একটি টিম অংশ নেয়।

হোসাইন মোহাম্মদ জিৎ-এর বিরুদ্ধে অস্ত্র আইন-১৮৭৮ এর ১৯ (এ) ধারায় ঈশ্বরদী থানায় মামলা রুজু করা হয়েছে।

ঈশ্বরদী থানার ওসি মমিনুজ্জামান জানান, মামলাটি তদন্তের জন্য গ্রেপ্তারকৃত যুবক এখনো ডিবি পুলিশের হেফাজতে রয়েছে।

যুবক গ্রেপ্তার,অবৈধ আগ্নেয়াস্ত্রসহ,ঈশ্বরদী
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত