
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নবাগত থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিবুল্লাহর সাথে কর্মরত সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যা ৭টায় সোনারগাঁও থানার চত্বরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় ওসি মহিবুল্লাহ স্পষ্ট করে বলেন, “সোনারগাঁও থানায় কোনো দালালের ঠাঁই হবে না। কেউ দালালি করতে এলে তাকে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। থানায় সেবা পেতে কোনো টাকা লাগবে না— এ বিষয়ে আমি জনগণকে আশ্বস্ত করছি।”
তিনি আরও বলেন, আইনি সেবা প্রাপ্তির ক্ষেত্রে সাধারণ মানুষ যেন কোনো হয়রানির শিকার না হয়, সে বিষয়ে থানার সব পুলিশ সদস্যকে সর্বোচ্চ সতর্ক থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে।
অপরাধ দমনে কঠোর অবস্থানের কথা জানিয়ে ওসি মহিবুল্লাহ বলেন, “সাংবাদিক–পুলিশ ভাই ভাই, অপরাধীদের আর কোনো রক্ষা নাই— এ স্লোগানকে আমরা শুধু মুখে নয়, বাস্তবে কার্যকর করতে চাই।”
তিনি মাদকবিরোধী অভিযান আরও জোরদার করার কথা জানিয়ে বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। মাদক ব্যবসায়ীদের কোনো ছাড় দেওয়া হবে না। পাশাপাশি কিশোর গ্যাং ও কিশোর অপরাধ দমনে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।
তিনি এলাকাবাসীর শান্তি–শৃঙ্খলা রক্ষায় সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন এবং সম্মিলিতভাবে অপরাধ দমন ও জনসেবায় কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
মতবিনিময় সভায় ওসি (তদন্ত) রাশেদুল ইসলাম খানসহ সোনারগাঁয়ের বিভিন্ন প্রেস ক্লাবের নেতৃবৃন্দসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।