ঢাকা বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ২৬ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে সালিশি বৈঠকে শ্বশুরকে পিটিয়ে হত্যা

সিরাজগঞ্জে সালিশি বৈঠকে শ্বশুরকে পিটিয়ে হত্যা

সিরাজগঞ্জ সদর উপজেলায় সালিশি বৈঠকে শ্বশুরকে পিটিয়ে হত্যা করার ঘটনা ঘটেছে।

বুধবার উপজেলার ব্রাক্ষনগাতী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শ্বশুর হারান আলী (৫৫) নিয়ামতপুর গ্রামের আবেদ আলীর ছেলে। তিনি পেশায় ভ্যান চালক ছিলেন।

অভিযুক্ত জামাই আবুল কালাম (৪০) ওই গ্রামের আবু বক্করের ছেলে। হত্যাকাণ্ডের পর থেকে মেয়ের জামাই পলাতক রয়েছেন।

সদর থানার ওসি শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আলোকিত বাংলাদেশকে জানান, প্রায় ১৭ বছর আগে হারান আলীর মেয়ে শাপলা খাতুনকে (৩৫) ব্রাক্ষনগাতী গ্রামের আবু বক্করের ছেলে আবুল কালাম (৪০) বিয়ে করেন। বিয়ের পর থেকেই তাদের মধ্যে পারিবারিক কলহ চলে আসছিল। এ ঘটনায় বুধবার বিকেলে জামাইয়ের বাড়িতে সালিশি বৈঠকে বসে উভয়পক্ষ। সালিশ বৈঠকে বহুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরহাদ হোসেন ও অন্যান্য মাতব্বরগণের উপস্থিতিতে আলোচনা সাপেক্ষে তাদের বিরোধ মীমাংসা করা হয়। তবে সালিশ বৈঠক শেষে জামাই পক্ষ ও মেয়ে পক্ষের মধ্যে কথা কাটাকাটি নিয়ে হাতাহাতির ঘটনা ঘটে। এক পর্যায়ে জামাই আবুল কালাম ভ্যান চালক শ্বশুর হারান আলীকে পিটিয়ে গুরুতর আহত করে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাতেই তার লাশ উদ্ধার করে থানায় আনে এবং বৃহস্পতিবার সকালে ময়নাতদন্তের জন্য তার লাশ শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।

এদিকে এ ঘটনায় ওই ইউপি চেয়ারম্যান বলেন, সালিশ মীমাংসা পরে বিনা কারণে শ্বশুরকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ হত্যাকাণ্ড নিয়ে এলাকায় ব্যাপক শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

সিরাজগঞ্জ,সালিশ,শ্বশুর,পিটিয়ে হত্যা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত