ঢাকা বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ২৬ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে বাসে ডাকাতির চেষ্টা, গ্রেপ্তার ৩

সিরাজগঞ্জে বাসে ডাকাতির চেষ্টা, গ্রেপ্তার ৩

সিরাজগঞ্জের সলঙ্গায় চলন্ত বাস থামিয়ে ডাকাতির চেষ্টায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার বগুড়া-নগরবাড়ি মহাসড়কের সলঙ্গা থানার সাহেবগঞ্জ বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

গ্রেপ্তারকৃতরা হলেন— টাঙ্গাইল সদর উপজেলার ধল টেংগর গ্রামের নাজমুল হোসেন (৩০), সোলাইমান সেখ (২৫) ও কালিহাতি উপজেলার ছাব্বিশা গ্রামের আমিনুর ইসলাম (২৪)।

হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি ইসমাইল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আলোকিত বাংলাদেশকে জানান, ঢাকা থেকে ছেড়ে আসা শাহ ফাতেহ আলী পরিবহনের যাত্রীবাহী একটি বাস বুধবার গভীর রাতে উল্লেখিত স্থানে পৌঁছে। এ সময় ট্রাকের ব্যারিকেড দিয়ে বাস থামিয়ে ডাকাতির চেষ্টা করা হয়। এ বাসের যাত্রী জেলা ও দায়রা জজ (বিচারক) পুলিশের সহযোগিতা চেয়ে ৯৯৯-এ ফোন করেন। এ ফোনে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে ডাকাতদলকে ঘিরে ফেলে এবং ওই তিন ডাকাতকে গ্রেপ্তারসহ ট্রাকটি জব্দ করা হয়। এসময় বেশ কয়েকজন ডাকাত কৌশলে পালিয়ে যায়। তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে হাইওয়ে থানার এসআই আরব আলী বাদী হয়ে সলঙ্গা থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ ইতোমধ্যেই এ মামলার বিশেষ তদন্ত শুরু করেছে বলে তিনি উল্লেখ করেন।

সিরাজগঞ্জ,বাসে ডাকাতি,গ্রেপ্তার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত