ঢাকা শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ২৭ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

চাঁদপুরে পত্রিকা বিলিকারকদের মাঝে কম্বল বিতরণ

চাঁদপুরে পত্রিকা বিলিকারকদের মাঝে কম্বল বিতরণ

চাঁদপুর প্রেস ক্লাবের উদ্যোগে পত্রিকা বিলিকারকদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাতে চাঁদপুর প্রেস ক্লাব মিলনায়তনে শতাধিক পত্রিকা বিলিকারকদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল প্রদান করা হয়েছে। শীতের প্রকোপে কষ্টে থাকা বিলিকারকদের মুখে আনন্দ ফোটাতে এ মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) মো. নাজমুল ইসলাম সরকার।

তিনি বলেন, যারা পত্রিকা বিলি করেন, আপনারা আমাদের সমাজের গুরুত্বপূর্ণ অংশ। ভোরের প্রথম আলো ফোটার আগেই আপনারা সবার হাতে সংবাদ পৌঁছে দেন- এটাই আপনাদের নিবেদিতপ্রাণতার প্রমাণ। প্রেসক্লাবের মাধ্যমে আপনাদের জন্য কিছু করতে পারলে আমি সত্যিই আনন্দিত হবো।

তিনি আরও বলেন, প্রশাসন ও সাংবাদিকরা এক সুতোর মতো যুক্ত। আমি মাঠে কাজ করি, কাদামাটিই আমার সঙ্গী। জনজীবন সুন্দর ও স্বচ্ছ রাখতে আমাদের একসাথে কাজ করতে হবে। সামনে আপনারা ভোটকেন্দ্রে যাবেন, একটি গণভোট, আরেকটি জনপ্রতিনিধি ভোট আপনারা দেবেন। এখানে যেসব সমস্যা আছে, সাংবাদিকদের সাথে নিয়ে সেগুলো সমাধান করার চেষ্টা করবো। আমার ভুলত্রুটি থাকলে অবশ্যই তুলে ধরবেন। সাংবাদিকরা সরকারের উন্নয়নে অপরিসীম ভূমিকা রাখে। চাঁদপুরকে এগিয়ে নিতেও আপনারা সেই কাজই করে যাচ্ছেন।

জেলা প্রশাসক আরও বলেন, সমাজ পরিবর্তনের জন্য মাঝে মাঝে একটু নাড়া দেওয়া প্রয়োজন। আমার ভাবনাকে বাস্তবে রূপ দিতে চাই। আমি কিছু পাওয়ার জন্য চাঁদপুরে আসিনি, বরং কিছু করার উদ্দেশ্যে এখানে এসেছি। আমি সাংবাদিকদের পাশে আছি, এবং আপনাদের সঙ্গে কাজ করে চাঁদপুরকে আরও এগিয়ে নিতে চাই। প্রেস ক্লাবের এ উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের সকলের দায়িত্ব।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি রহিম বাদশা। পরিচালনা করেন সাধারণ সম্পাদক আব্দুর কাদের পলাশ। এছাড়াও প্রেস ক্লাবের সিনিয়র ও নবীন নেতৃবৃন্দ উপস্থিত থেকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ কার্যক্রমে অংশ নেন। কম্বল পেয়ে উপকারভোগীরা চাঁদপুর প্রেস ক্লাবসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক জালাল চৌধুরী, শরীফ চৌধুরী, গিয়াসউদ্দিন মিলন, সাবেক সাধারণ সম্পাদক সোহেল রুশদী, জিএম শাহিন, মির্জা জাকির, আল ইমরান শোভন, বর্তমান কমিটির সহ-সভাপতি আলম পলাশ, যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেন লিটন, মোরশেদ আলম, আব্দুল আউয়াল রুবেল, সাংগঠনিক সম্পাদক এম এ লতিফ, ইয়াসিন ইকরাম, একে আজাদ, তালহা জুবায়ের, কোষাধ্যক্ষ কে এম সালাউদ্দিন, প্রচার ও দপ্তর সম্পাদক শরীফুল ইসলাম, ক্রীড়া সম্পাদক এম আর ইসলাম বাবু, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাজহারুল ইসলাম অনিক, প্রকাশনা ও লাইব্রেরী সম্পাদক হাসান মাহমুদ, কার্যনির্বাহী সদস্য ফারুক আহম্মদ ও ওয়াদুদ রানা।

চাঁদপুর,পত্রিকা বিলিকারক,কম্বল বিতরণ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত