ঢাকা শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

ওসমান হাদীকে হত্যাচেষ্টার প্রতিবাদে চুয়াডাঙ্গায় বিক্ষোভ ও দোয়া

ওসমান হাদীকে হত্যাচেষ্টার প্রতিবাদে চুয়াডাঙ্গায় বিক্ষোভ ও দোয়া

চুয়াডাঙ্গায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই যোদ্ধা শরীফ ওসমান হাদীর উপর নৃশংস গুলি হত্যাচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১২ ডিসেম্বর) রাত ৮টার দিকে বড়বাজারের জুলাই স্মৃতিসৌধ প্রাঙ্গণে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে চুয়াডাঙ্গার ছাত্র, জনতা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। তারা হামলার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। সমাবেশের শেষে ওসমান হাদীর দ্রুত আরোগ্য কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলা শাখা সাধারণ সম্পাদক তুষার ইমরান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চুয়াডাঙ্গা জেলা শাখার আহ্বায়ক আসলাম হোসেন অর্ক, এনসিপি নেতা সোহেল পারভেজ, জুবায়ের হোসেন, এবি পার্টির চুয়াডাঙ্গা জেলা সভাপতি আলমগীর হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদর উপজেলা সদস্য সচিব ফাহিম উদ্দিন মভিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিয়াম হোসেন।

এছাড়াও উপস্থিত ছিলেন সলিমিন হোসাইন সোহাগ, আশিক ইকবাল, আবু তালহা, নাসিম বিশ্বাস, রিফাত, মাফুজ, শাওন, ফাহাদ, বিপ্লব, নাজমুলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ছাত্র নেতারা।

বক্তারা প্রশাসনের প্রতি আহ্বান জানান অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত করে হামলাকারীদের গ্রেপ্তার করার জন্য।

চুয়াডাঙ্গায় বিক্ষোভ ও দোয়া,হাদীকে হত্যাচেষ্টার প্রতিবাদে,ওসমান হাদীকে হত্যাচেষ্টা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত