
রাজধানী ঢাকার বিজয়নগর এলাকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর দুর্বৃত্তদের গুলির প্রতিবাদে কিশোরগঞ্জে বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসাবে আজ শনিবার (১৩ ডিসেম্বর) দুপুরে জেলা শহরের রথখোলা ময়দান থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়।
মিছিলটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়।
সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ইসমাইল হোসেন ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ সুমন।
বক্তারা ওসমান হাদির উপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি জানান। বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা মিছিলে অংশগ্রহণ করেন।