
চাঁদপুরের হাজীগঞ্জ পৌর ০৬ নং ওয়ার্ড উত্তর পূর্ব মকিমাবাদ বিশ্বরোড সংলগ্ন হযরত আবু বকর সিদ্দিক (রাঃ) একাডেমির আবাসিক শিক্ষার্থী হাফেজদের পাগড়ী ও নাজেরা শিক্ষার্থীদের সবক প্রদান অনুষ্ঠান সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয়েছে।
শনিবার (১৩ ডিসেম্বর) সকালে অত্র প্রতিষ্ঠানের আবাসিক হলরুমে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়।
অনাড়ম্বর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নিশ্চিন্তপুর কামিল মাদ্রাসার হেড মুহাদ্দিস নুরুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সার্বিক তত্ত্বাবধানে ছিলেন এবং বক্তব্য রাখেন অত্র প্রতিষ্ঠানের পরিচালক হাফেজ মো. ছালিম উল্ল্যাহ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নেছারাবাদ সালেহিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নাজিম উদ্দিন, সুহিলপুর এবিএস ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. আব্দুর রহিম, সালেহাবাদ ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সগীর আহমেদ প্রমুখ।
ছাত্রদের নাহুসরফ (আরবি ব্যাকরণ) প্রদর্শনী করেন হাজীগঞ্জ আহমাদিয়া কামিল মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা শহীদ উল্ল্যা কায়সার।
শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন অত্র প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল মামুন। যৌথভাবে অনুষ্ঠান সঞ্চালনা করেন অত্র প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক হাফেজ নাসির উদ্দিন এবং মাওলানা আব্দুল্লাহ।
নাজেরা বিভাগের শিক্ষার্থীদের হিফজ সবক প্রদান করেন বড়কূল আল আমিন হাফিজিয়া মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা মো. মোজাম্মেল হক।
অনুষ্ঠানে প্রধান অতিথি, বিশেষ অতিথিসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ২০ জন হাফেজকে পাগড়ী প্রদান এবং ৩০ জন শিক্ষার্থীকে সবক প্রদান করেন। দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়।
আমন্ত্রিত অতিথিবৃন্দ, অভিভাবকবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গসহ উপস্থিত প্রায় ৮৫০ জনকে দুপুরের খাবারের প্যাকেট প্রদান করা হয়।