
রংপুরের পীরগঞ্জে এক অটো মিশুক চালকের মরদেহ উদ্ধার করেছে পীরগঞ্জ থানা পুলিশ।
রোববার (১৪ ডিসেম্বর) সকালে উপজেলার বড় আলমপুর ইউনিয়নের মুক্তাগাড়ী বিল সংলগ্ন মাহবুব মন্ডলের জমি থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।
নিহত ব্যক্তি উপজেলার চতরা ইউনিয়নে গোবিন্দ পাড়া গ্রামের মোয়াজ্জের হোসেনের পুত্র নুরুল ইসলাম (৫৫)।
পীরগঞ্জ থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, রোববার সকালে স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে থানা পুলিশকে সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। নিহত নুরুল ইসলাম শনিবার সন্ধ্যা ছয়টার দিকে অটো মিশুক নিয়ে ভাড়ায় বের হন। তিনি হরিণ সিং দিঘী এলাকায় যাওয়ার কথা বলেছিলেন। তবে রাতে বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি।
পুলিশের প্রাথমিক ধারণা, অটো মিশুক ছিনতাইয়ের উদ্দেশ্যে ছিনতাইকারীরা নুরুল ইসলামকে শ্বাসরোধ করে হত্যা করে মিশুকটি নিয়ে গেছে। এ হত্যার ঘটনায় পুলিশ তদন্তে নেমেছে এবং এ ব্যাপারে মামলা ও মরদেহ ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে।