ঢাকা সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

ঈশ্বরদীতে দুর্ঘটনায় আহত অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

ঈশ্বরদীতে দুর্ঘটনায় আহত অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

পাবনার ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির (প্রায় ৫০) মৃত্যু হয়েছে।

রোববার (১৪ ডিসেম্বর) দুপুরে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) জামাল উদ্দিন জানান, গত শুক্রবার (১২ ডিসেম্বর) আহত অবস্থায় অজ্ঞাত ওই ব্যক্তিকে উদ্ধার করে ঈশ্বরদী ফায়ার সার্ভিসের কর্মীরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার দুপুরে তার মৃত্যু হয়। এখন পর্যন্ত নিহত ব্যক্তির কোনো পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

ঈশ্বরদী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মীর আমিরুল ইসলাম বাপ্পী বলেন, শুক্রবার দুপুর দেড়টার দিকে ঈশ্বরদী রেলগেট সংলগ্ন উপজেলা রোডের জাকারিয়া পিন্টু এন্টারপ্রাইজের সামনে সড়ক থেকে আহত অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করা হয়। পরবর্তীতে চিকিৎসার জন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। আজ তার মৃত্যুর খবর পাওয়া গেছে।

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মমিনুজ্জামান জানান, নিহত ব্যক্তির পরিচয় শনাক্তে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-কে অবহিত করা হয়। পিবিআই ঘটনাস্থলে এসে প্রযুক্তির সহায়তায় আঙুলের ছাপ সংগ্রহ করে পরিচয় শনাক্তের চেষ্টা করে। বর্তমানে নিহতের লাশ ঈশ্বরদী থানার শীতাতপ নিয়ন্ত্রিত লাশঘরে সংরক্ষিত রয়েছে।

এ বিষয়ে পাবনা পিবিআইয়ের ইন্সপেক্টর রুহুল আমিন জানান, নিহত ব্যক্তির আঙুলের ছাপ তিনবার সংগ্রহ করে যাচাই করা হলেও কোনোবারই মিল পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, জাতীয় পরিচয়পত্রের সার্ভারে তার তথ্য নথিভুক্ত নেই। এরপরও সর্বাত্মক চেষ্টা চালিয়ে পরিচয় শনাক্তের কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

ঈশ্বরদী,অজ্ঞাত,লাশ উদ্ধার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত